• বাড়ি ভেঙে আতঙ্ক, জানালা দিয়ে উদ্ধার তিন স্কুলপড়ুয়াকে
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বরানগরের একটি বাড়িতে পড়তে আসা ৩ স্কুলপড়ুয়া ও ২ সদস্য। তার ফলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। মঙ্গলবার রাত পৌনে ন’টা নাগাদ বরানগরের ২৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর ময়রাডাঙা রোডের একটি বাড়ির একাংশ আচমকাই ভেঙে পড়ে। মৃণাল পার্ক এলাকার ওই তিন তলা বাড়ির মালিক সুপর্ণা দাস বাচ্চাদের বাড়িতে পড়ান। সুপর্ণাদেবীর স্বামী স্বরূপ দাসও সেই সময় উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, সেই সময় ওই বাড়িতে ৩ জন স্কুলপড়ুয়া পড়াশুনা করছিল। তারাও ওই বাড়িতে প্রায় ৪৫ মিনিট আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল ও পুলিস আসে। দমকল কর্মীরা ওই বাচ্চাদের জানালা দিয়ে উদ্ধার করে। এই মুহূর্তে সকলেই নিরাপদে রয়েছে বলে খবর। দমকলকর্মীদের তত্পরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন পুরসভার সিআইসি অঞ্জন পাল সহ অন্যান্য আধিকারিকরা। পুরসভা সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ওই বাড়িটিতে ভাড়াটে ও বাড়িওয়ালার মধ্যে সমস্যা চলছিল। সেই কারণেই বাড়িটির সংস্কারের কাজে এগনো যায়নি।
  • Link to this news (বর্তমান)