• বিজেপির ডাকা বন্‌ধে তপ্ত ভাটপাড়া, চলল গুলি
    এই সময় | ২৮ আগস্ট ২০২৪
  • >রেল অবরোধ

    ডায়মন্ড হারবার লাইনের উত্তর রাধানগর স্টেশনের পাশাপাশি লক্ষ্মীকান্তপুর লাইনের লক্ষ্মীকান্তপুর স্টেশন এবং মথুরাপুর স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারী বিজেপির কর্মী সমর্থকরা।

    >ডায়মন্ড হারবারে বন্‌ধের কোনও প্রভাব পড়ল না

    ডায়মন্ড হারবারে চলাচল করছে বাস। অন্যান্য যাবতীয় পরিষেবা স্বাভাবিক।

    >ভাটপাড়ায় গুলি চলার অভিযোগ

    বিজেপির ডাকা বন্‌ধের দিন অশান্ত ভাটপাড়া। বিজেপি নেতা প্রিয়াঙ্কা পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, অভিযোগ এমনটাই। আক্রান্তদের দেখতে ব্যারাকপুরে হাজির প্রাক্তন সাংসদ অর্জুন সিং।

    > নিউ ব্যারাকপুরে জনজীবন স্বাভাবিক

    বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্‌ধের কোনও প্রভাব পড়তে দেখা গেল না নিউ ব্যারাকপুরে। সকাল থেকেই জনজীবন স্বাভাবিক। বেশিরভাগ দোকানই খোলা। স্বাভাবিক যানচলাচলও।

    > দুর্গাপুরে ভিড়িঙ্গি এলাকায় বিজেপি কর্মীরা বনধের সমর্থনে মিছিল করলে পাল্টা প্রতিরোধ করে তৃণমূল। বিজেপি কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেখানে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

    >পরিবহণ পরিষেবা মোটের উপর স্বাভাবিক কলকাতায়

    বিজেপির ডাকা বন্‌ধ সেভাবে কলকাতার পরিবহণ পরিষেবার উপর প্রভাব ফেলল না। সকাল থেকেই বাস, মেট্রো পরিষেবা স্বাভাবিক। রাস্তায় রয়েছে পর্যাপ্ত ট্যাক্সিও।

    বুধবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। মঙ্গলবার 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নবান্ন অভিযানের ডাক দেয়। সেখানে পুলিশি 'আক্রমণ'-এর অভিযোগ তুলে এ দিন এই বন্‌ধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। রাজ্য প্রশাসনের তরফে অবশ্য স্পষ্ট জানানো হয়েছে, জনজীবন সচল রাখতে যাবতীয় পদক্ষেপ করা হবে। বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া সরকারি কর্মীদের যাবতীয় ছুটি বাতিল করা হয়েছে।
  • Link to this news (এই সময়)