• অভিষেকের কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়ায় মিনাখাঁ থেকে গ্রেফতার মাসুদুর ও জসিমুদ্দিন
    হিন্দুস্তান টাইমস | ২৮ আগস্ট ২০২৪
  • তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়ায় ২ ISF নেতাকে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে মাসুদুর রহমান মোল্লা ও জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা।


    পড়তে থাকুন - চাইলে আজ মমতার বাড়ি অবধি ঢুকে যেতে পারত…ভাইপো আপনি…ছোট্ট পরামর্শ দিলেন শুভেন্দু

    গত সপ্তাহে আরজি কর কাণ্ডে ভাঙড়ের কাঁঠালিয়া থেকে ঘটকপুকুর পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিল ISF. সেই মিছিল থেকে অভিষেকের নাবালিকা কন্যার নাম করে হুমকি দেয় তারা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে স্বতঃপ্রণোদিক পদক্ষেপ করে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করে রিপোর্ট পেশের নির্দেশ দেয় তারা।


    পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের পিছনে কারও মদত রয়েছে কি না তা তাঁদের জেরা করে জানার চেষ্টা চলছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)