• গ্রেপ্তার 'নবান্ন অভিযান'-এর অন্যতম আয়োজক সায়ন লাহিড়ি
    এই সময় | ২৮ আগস্ট ২০২৪
  • ২৭ অগস্ট আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'নবান্ন অভিযান'-এর ডাক দিয়েছিল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'। এই সংগঠনের অন্যতম মুখ সায়ন লাহিড়িকে গতকালই গ্রেপ্তার করে পুলিশ। আজ সায়নকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানাতে পারে পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে সায়নের বিরুদ্ধে।

    গত রবিবার পুলিশের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেই ভিডিয়োতে একটি পাঁচতারা হোটেলে প্রবেশ করতে দেখা যায় সায়নকে। সেখানে কোনও রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেন তিনি, দাবি পুলিশের। তবে সেই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।নবান্ন অভিযানের আগের দিন অর্থাৎ সোমবার সায়ন বার্তা দিয়েছিলেন, 'কোনও ভাঙচুর করা হবে না। পুলিশকে কোনওরকম আঘাত নয়। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। ভাঙা নয়, গড়াই আমাদের লক্ষ্য।'

    কিন্তু, নবান্ন অভিযান-এর দিন দেখা যায়, আন্দোলনকারীদের ইট বৃষ্টিতে মাথা ফাটে পুলিশকর্মীদের। প্রথম থেকেই 'পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠন'-এর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তারা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আন্দোলন করবে। মঙ্গলবার নবান্ন অভিযান-এর মিছিল থেকে গ্রেপ্তার হওয়াদের মুক্তির জন্য নবান্নে যান বিজেপি নেতারা। সায়নের গ্রেপ্তারের পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, 'পুলিশ দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না'।

    রাজ্যের শাসক দলের একাংশের তরফে দাবি করা হচ্ছে, 'নবান্ন অভিযান'-এর নেপথ্যে আরএসএস-এর ইন্ধন রয়েছে। সায়নের 'রাজনৈতিক পরিচয়' নিয়েও সন্দেহ প্রকাশ করতে দেখা গিয়েছে তৃণমূল নেতাদের একাংশকে। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মঙ্গলবার দাবি করেছিলেন, নবান্ন অভিযানে একাধিক জায়গায় জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এর বিরুদ্ধে রাজ্য আইনি পদক্ষেপ করবে।
  • Link to this news (এই সময়)