তৃণমূল কর্মীদের বাসে হামলা, অভিযোগের তির বিজেপির দিকে
বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
সংবাদদাতা, উলুবেড়িয়া: তৃণমূল ছাত্র পরিষদ এবং দলীয় কর্মীদের বাসে হামলার অভিযোগ উঠল বিজেপি বিরুদ্ধে। আজ, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার লেবুতলা সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল ১১টা নাগাদ লেবুতলায় বিজেপির কর্মী-সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করেছিল। সেই সময়ে সার্ভিস রোড দিয়ে তৃণমূল ছাত্র পরিষদ, কর্মীদের একটি বাস কলকাতার দিকে যাচ্ছিল। অভিযোগ, বিক্ষোভরত বিজেপি কর্মীরা আচমকাই তাঁদের বাসটি থামিয়ে দেন। বাসে উঠে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়। আক্রান্ত ওই তৃণমূল কর্মীদের আরও অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা হামলা চালানোর পাশাপাশি বাসের কাচও ভেঙে দেন। এমনকি তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে বেলতলায় তৃণমূল ছাত্র পরিষদ ও দলীয় কর্মী-সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁরা দাবি করেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি অকুস্থলে পৌঁছয় পুলিস। এরপর পুলিস আধিকারিকদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও বিজেপির দাবি, তাঁরা পথ অবরোধ করার সময়ে তৃণমূল কর্মীরা বাস থেকে তাঁদের কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন। তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।