• সন্দীপ ঘোষ কেন গ্রেপ্তার হয়নি, সিবিআইকে জবাব দিতে হবে: অভিষেক
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সিবিআইকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার মেয়ো রোডের মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সির দিকে প্রশ্ন ছুঁড়ে দেন অভিষেক। বলেন, আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার এতদিন কেটে গেলেও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি বলেন, মাত্র চারদিন পুলিসের হাতে কেস ছিল। তারপর আদালতের নির্দেশে তা যায় সিবিআইয়ের হাতে। কিন্তু এই কাণ্ডে এতদিন পেরিয়ে যাওয়ার পরও সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়নি কেন সিবিআইকে তার জবাব দিতেই হবে। সাধারণ মানুষ বলছে বিচার চায়। আমরা বলছি বিচার চাই। এই ঘটনার সবাই বিচার চায়। পাশাপাশি এদিন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী কঠোর আইন আনার দাবিতেও সরব হন। বলেন, কেন্দ্র এই আইন আনার জন্য পদক্ষেপ না করলে আমি সাংসদ হিসেবে প্রাইভেট মেম্বার্স বিল পেশ করব। শেষে, এনসিআরবির রিপোর্ট তুলে অভিষেক বলেন, গত ১০ বছরে সবচেয়ে বেশি মহিলাদের উপর যে অত্যাচারের ঘটনা সামনে এসেছে তাতে উত্তরপ্রদেশে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ, তৃতীয় স্থানে রাজস্থান এবং চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্র। পারলে বিজেপি শাসিত এই চার রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করবেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলবেন।
  • Link to this news (বর্তমান)