উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫৩ পদে নিয়োগে সবুজ সংকেত হাইকোর্টের
এই সময় | ২৮ আগস্ট ২০২৪
আপার প্রাইমারিতে নিয়োগে স্বস্তি সাড়ে ১৪ হাজার শিক্ষক পদপ্রার্থীর। তাঁদের চাকরি পাওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিল কলকাতা হাইকোর্ট। এছাড়া, ১ হাজার ৪৬৩ জনের নতুন করে নিয়োগের প্রক্রিয়া করতে নির্দেশ বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। ১৪ হাজার পরীক্ষার্থীর চাকরি পাওয়ার সম্ভবনা।কমিশনে যে সব প্রার্থীর নিয়োগ বাতিল হয়েছিল, তাঁদের যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। মেধা তালিকায় বাদ পড়েন ১ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী। আদালতের নির্দেশ, স্কুল সার্ভিস কমিশন ফাইনাল লিস্ট প্রকাশ করবে আগামী চার সপ্তাহ মধ্যে। তারপর কাউন্সেলিং শুরু হবে। ইতিমধ্যেই যে কাউন্সিলিং হয়েছে তার মধ্যে সংযুক্ত করে প্যানেল প্রকাশ করতে হবে।
উচ্চ প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে মামলার রায়দান স্থগিত রেখেছিল ডিভিশন বেঞ্চ। গত ১৮ জুলাই এই মামলার শুনানি শেষ হয়। ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের জন্য গত বছরের ২৩ অগস্ট ১৩ হাজার ৩৩৪ জনের মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
গত বছরই ৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথম দফায় ৮ হাজার ৯০০ জন এমপ্যানেলড প্রার্থীর কাউন্সেলিং হয়েছে। অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে ২০২০-র ১১ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের প্রথম বারের নিয়োগ প্যানেল বাতিল করেছিল।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জটিলতা কাটল। স্কুল সার্ভিস কমিশন দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। পুজোর আগেই চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটবে।