বিজেপির ডাকা বন্ধে হাওড়া-বর্ধমান শাখার মেন লাইনের মানকুণ্ডু স্টেশনে রেল অবরোধের জেরে ধন্ধুমার বাধে। পুলিশের বিরুদ্ধে বন্ধ সমর্থকদের ওপর লাঠিচার্জের অভিযোগ তোলে বিজেপি। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের ট্রেন অবরোধ তুলতে বলে। কিন্তু অবরোধকারীরা অবরোধ তুলতে রাজি হননি। অভিযোগ, পুলিশ অবরোধ তুলতে লাঠি চার্জ করে। তাতে পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে শেষ অবধি কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়।
বন্ধ সমর্থকরা এ দিন হুগলি জেলার একাধিক রেল স্টেশনে ট্রেন অবরোধ করেন। শ্রীরামপুর, চন্দননগর, হুগলি, হিন্দমোটর, কোন্নগর, ত্রিবেণী স্টেশনেও অবরোধ করা হয়। তাতে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। কোথাও দেড় ঘণ্টা, কোথাও দুঘণ্টা অবরোধ চলে।
ট্রেন ছাড়া হুগলি জেলার একাধিক জায়গায় পথ অবরোধও করেন বিজেপির কর্মী-সমর্থকরা। শ্রীরামপুরের পেয়ারাপুরের কাছে দিল্লি রোডের মোড়ে অবরোধকারীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি হয়। হাতাহাতিতে আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। শ্রীরামপুর থানা থেকে পুলিশের বড় বাহিনী গিয়ে দুপক্ষকে বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
অভিযোগ, এদিন উত্তরপাড়া পুর এলাকার হিন্দমোটর মালিরবাগানে বেসরকারি একটি স্কুলে গিয়ে তা বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে চাপ দিতে থাকেন বন্ধ সমর্থকরা। পড়ুয়াদের জোর করে বাড়ি পাঠানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তার জেরে স্কুল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। পড়ুয়াদের অভিযোগ, এদিন একাদশ শ্রেণির পরীক্ষা থাকলেও তা বানচাল করে দেন অবরোধকারীরা।