• ‘মুখোশ খসে পড়েছে, রাজ্যের মানুষ বুঝে গেছে, অপরাধজগতের মুখ হচ্ছে মমতা'
    হিন্দুস্তান টাইমস | ২৮ আগস্ট ২০২৪
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘অপরাধজগতের মুখ’ বলে উল্লেখ করেন বিধানসভায় বিজেপির মুখ্যসচেতক শংকর ঘোষ। বুধবার শিলিগুড়িতে বনধের সমর্থনে ধরনা কর্মসূচি থেকে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খসে পড়েছে।

    এদিন শংকরবাবু বলেন, ‘নির্লজ্জের মতো এত মিথ্যে কথা একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন কী করে? কামদুনিকাণ্ড উনি কতদিন পর ঘটনাস্থলে পৌঁছেছিলেন আপনারা জানেন। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অপরাধীদের ফাঁসি দেবেন। তাদের কতবার ফাঁসি দিয়েছেন মুখ্যমন্ত্রী? কামদুনি থেকে আরজি কর, রাজ্যের মানুষ জেনে গিয়েছে যে অপরাধীদের মূল নেত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর এতদিন এই মিথ্যার জাহাজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। আরজি করের ঘটনায় তাঁর মুখোশ খসে পড়েছে। রাজ্যের মানুষ বুঝে গেছে, অপরাধজগতের মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিজ্ঞা সাধারণ মানুষের নেওয়া উচিত এই মুখ্যমন্ত্রী প্রতিদিন পালা করে মিথ্যে কথা বলে এই রাজ্যটাকে অপরাধীদের হাতে তুলে দিয়েছে। এত মিথ্যে বলতে বাধে না আপনার? আরজি করের ঘটনার পর থেকে আপনার পুলিশ প্রশাসনকে দিয়ে লাগাতার মিথ্যে বলাচ্ছেন। আপনার অন্তরাত্মা কাঁপে না? আজ নির্যাতিতার মা বলছেন, কলকাতা পুলিশের DC নর্থ মিথ্যে কথা বলছেন। আর সেই পুলিশের পুলিশমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।’

    এদিন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যের হাতে ক্ষমতা নেই। রাজ্যের হাতে ক্ষমতা থাকলে আমি একদিনে করে দেব। যারা ধর্ষণ করবে তাদের একমাত্র সাজা ফাঁসি - ফাঁসি - ফাঁসি। আর কিছু নয়। আমি পরের সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব। ধর্ষকের ফাঁসি চাই, এই দাবিতে বিল পাশ করে ১০ দিনের মধ্যে রাজ্যপালের কাছে পাঠাব। আমি জানি রাজাবাবু কিছু করবে না। না করলে মেয়েরা গিয়ে রাজভবনে বসে থাকবে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)