• ‘উত্তরপূর্বকে অশান্ত করার কথা বলছেন, এতো বাংলাদেশের জামাতের ভাষা,ওকে নজরে রাখুন’
    হিন্দুস্তান টাইমস | ২৮ আগস্ট ২০২৪
  • পশ্চিমবঙ্গকে অশান্ত করলে পালটা উত্তরপূর্বকে অশান্ত করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই হুঁশিয়ারিতে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রের উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় এজেন্সির কাছে তিনি আহ্বান করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বিদেশি নেতার সঙ্গে বৈঠক করছেন তার ওপর নজর রাখুন।

    সুকান্তবাবু বলেন, ‘ভারতের সাংবিধানিক কাঠামোর মধ্যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা হলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে। উত্তরপূর্বকে অশান্ত করার কথা বলছেন। এ কার ভাষা? এতো বাংলাদেশের জামাতের ভাষা! ভারতবিরোধী শক্তিগুলোর ভাষা। আমি ভারতবর্ষের আভ্যন্তরীন ও বাহ্যিক সুরক্ষার দায়িত্বে থাকা কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অনুরোধ জানাব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সতর্ক দৃষ্টি রাখুন। কোন কোন বিদেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন, তার প্রতি তীক্ষ্ণ নজর রাখুন।’

    বুধবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র। মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। তাহলে অসম, মণিপুর, ওড়িশা, দিল্লি-সহ একাধিক জায়গায় আগুন লাগবে। আপনার চেয়ার আমরা টলোমলো করে দেব। কেন আইনটা করছেন না? অভিষেক যেটা বলল, আমি তো সেটা লিখেছি। আপনার পার্টি কতটা আমায় চেনে, আমি জানি না। যতই ফান্ডিং করুন, ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেব।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)