• 'FIR করলে জুনিয়র ডাক্তারদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, পাসপোর্ট - ভিসা পাবে না'
    হিন্দুস্তান টাইমস | ২৮ আগস্ট ২০২৪
  • কাজে যোগ না দিলে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার অধিকার রাজ্য সরকারকে দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগদান করে এই দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করালেন, সরকার পদক্ষেপ হলে জীবন নষ্ট হয়ে যাবে জুনিয়র ডাক্তারদের। পাসপোর্ট, ভিসা পাবেন না।

    এদিন মেয়ো রোডে TMCPর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বলেন, ‘আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে, আমি চাই তারা ভালো করে করুক। আমার সমর্থন তাদের প্রতি ছিল, আছে, থাকবে। সুপ্রিম কোর্টও রিকুয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেওয়ার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। আমরা আজ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিইনি। কোনও ব্যবস্থা নেব না। কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। তা না হলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এর পর থেকে রাজ্য সরকারকে পদক্ষেপ করার ক্ষমতা দেওয়া হল। আমি পদক্ষেপ করতে চাই না। আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারও বিরুদ্ধে FIR করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না। পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। সে বিচার পাবে না। তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না।’

    মমতা বন্দ্যোপাধ্যায় যখন একথা বলছেন তখন শহরে চলছিল জুনিয়র ডাক্তারদের মিছিল। মিছিল থেকে জুনিয়র ডাক্তারদের এক নেতা বলেন, ‘আমরাও কাজের বাইরে থাকতে চাই না। কিন্তু যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ তাকে মুখ্যমন্ত্রী অপসারণ করছেন না কেন? যে বিনীত গোয়েলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে তাঁকে মুখ্যমন্ত্রী অপসারণ করছেন না কেন?’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)