• RG করের পুনরাবৃত্তি রুখতে দিল্লি যাবে তৃণমূল! ‘ডেডলাইন’ দিয়ে হুঁশিয়ারি অভিষেকের
    হিন্দুস্তান টাইমস | ২৮ আগস্ট ২০২৪
  • ধর্ষণ-বিরোধী কঠোর আইন আনার জন্য 'ডেডলাইন' বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান যে সমাজে পরিবর্তন আনার জন্য এবং আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসককে যে পাশবিকতার শিকার হতে হয়েছে, তার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করার জন্য অবিলম্বে ধর্ষণ-বিরোধী কঠোর আইন আনতে হবে। আর নরেন্দ্র মোদী সরকার যদি তিন-চার মাসের মধ্য়ে সেই আইন প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর অন্দোলন গড়ে তুলবে তৃণমূল। এমনকী তিনি নিজে প্রাইভেট বিল পেশ করবেন বলেও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

    মেয়ো রোডের সভা থেকে অভিষেক বলেন, ‘কেন্দ্রীয় সরকার যদি এই বিল না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব। প্রত্যেক সদস্যের সেই অধিকার আছে।' সেইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'বাংলার মানুষ আমাদের এই অধিকার দিয়েছেন।’

    অভিষেক প্রশ্ন করেন, যে মোদী সরকার রাতারাতি নোটবন্দী করতে পারে, যে মোদী সরকার রাতারাতি লকডাউনের ঘোষণা করতে পারে, যে মোদী সরকার রাতারাতি দিল্লির জন্য অর্ডিন্যান্স জারি করতে পারে, সেই সরকার কেন ধর্ষণ-বিরোধী আইন প্রণয়ন করতে পারছে না? তাঁর দাবি, বিচার সেদিনই হবে, যেদিন আইন আসবে।

    কেন সেই আইন আনেনি BJP, সেটার ‘কারণ’-ও ব্যাখ্যা করেন অভিষেক। তিনি দাবি করেন যে মোদী সরকার যদি ধর্ষণ-বিরোধী আইন নিয়ে আসে, তাহলে সবথেকে আগে জেলে যাবেন বিজেপির নেতা-কর্মীরা। কারণ যাঁরা বিজেপির নেতা-কর্মী, তাঁদের সকলেই চোর, পাতাখোর, খুনি, ধর্ষক, মাতাল বলে দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

    যদিও অভিষেকের সেই দাবি নিয়ে পালটা খোঁচা দিয়েছে বিজেপি। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-র নবান্ন অভিযানে ‘পুলিশি বর্বরতার’ অভিযোগে পদ্ম শিবির যে বাংলা বনধ করছে, তারইমধ্যে বঙ্গ বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আরে ধর্ষণ-বিরোধী আইন রয়েছে। ভালোভাবে আইন পড়তে বলুন। এসব ফেক পিএইচডিধারী এবং ফেক এমবিএ ধারী লোকেরা ছাত্র সমাজের সামনে গিয়ে মিথ্যে কথা বলছেন।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)