গমের ভুষির সঙ্গে ফেন্সিডিল বাংলাদেশে পাচারের চেষ্টা! গাইঘাটায় গাড়ির চালক, খালাসি-সহ আটক পাঁচ
আনন্দবাজার | ২৮ আগস্ট ২০২৪
গমের ভুসি ভরা বস্তা নিয়ে বাংলাদেশে যাচ্ছিল ট্রাক। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) গাড়ি আটকে তল্লাশি করে। তখনই বেরিয়ে আসে ফেন্সিডিল। ট্রাকের চালক, খালাসি-সহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি খবর মেলে, নতুন করে একটি আন্তর্জাতিক ফেন্সিডিল পাচার চক্র সক্রিয় হয়েছে। তাদের খোঁজ চালাচ্ছিল এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার কুলপুকুর এলাকায় নজরদারি চালাছিল এসটিএফের একটি দল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পেট্রাপোলগামী দুটি গমের ভুষি বোঝাই লড়িকে দাঁড় করায় তারা। গাড়িতে তল্লাশি চালিয়ে গমের ভুসির বস্তার নীচ থেকে প্রায় ২৮ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। সেগুলিকে বাজেয়াপ্ত করেছে এসটিএফ। আটক করা হয়েছে দুই গাড়ির দুই চালক এবং দুই খালাসি-সহ মোট পাঁচ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি দু’টিও। এসটিএফের আধিকারিকদের অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ফেন্সিডিল নিয়ে যাওয়া হচ্ছিল।