• ‘ছাত্র সমাজ’-এর সায়ন ও শুভঙ্করের ১৪ দিন পুলিশ হেফাজত! নবান্ন অভিযানে ধৃত ১৪৭, জানাল পুলিশ
    আনন্দবাজার | ২৮ আগস্ট ২০২৪
  • বিজেপির ডাকা বাংলা বন্‌ধে শহরে তেমন কোনও অশান্তির ঘটনা ঘটেনি বলে দাবি করল কলকাতা পুলিশ। বুধবার সন্ধ্যায় লালবাজারে সাংবাদিক বৈঠকে যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ বলেন, ‘‘বন্‌ধে বড় কিছু হয়নি। কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে।’’

    তিনি জানান, বন্‌ধের শহরে মোট ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে ৬৪ জন পুরুষ। ১২ জন মহিলা। অন্য দিকে, মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানে অশান্তির ঘটনার এ পর্যন্ত মোট ১৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন খালিদ। তিনি বলেন, ‘‘আমরা গতকালের বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। যারা হামলা করেছিল, তাদের চিহ্নিত করার কাজ চলছে। আরও গ্রেফতার হবে।’’

    লালবাজারের ওই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি জানান, নবান্ন অভিযানে স্ট্র্যান্ড রোডে বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে গুরুতর আঘাত লেগেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেটিনা এবং কর্নিয়া। তিনি আর দৃষ্টিশক্তি ফিরে পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। নবান্ন অভিযানের সময় পুলিশের উর্দি পরে হকি স্টিক নিয়ে বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ প্রসঙ্গে ইন্দিরার মন্তব্য, ‘‘গত কাল এ রকম একটি অভিযোগ পেয়ে আমরা গিয়েছিলাম। পুলিশের উর্দি পরে কেউ হকি স্টিক নিয়ে হামলা চালিয়েছিল বলে জানা নেই। এমন অভিযোগ জানাতেও কেউ আসেননি।’’
  • Link to this news (আনন্দবাজার)