• বঙ্গোপসাগরে নিম্নচাপ, এ বার রেহাই বাংলার
    এই সময় | ২৯ আগস্ট ২০২৪
  • এই সময়: দু’সপ্তাহেরও কম সময়ে পর পর চারটে নিম্নচাপ বঙ্গোপসাগরে। আর তারই জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ গত ১২ দিনের মধ্যে ১১ দিনই বৃষ্টি পেয়েছে। এমন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ মনে-প্রাণে চাইছিল বৃষ্টি থেকে একটা সাময়িক ছেদ। এমন আবহে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির খবর দিলেন আবহবিদরা। তবে, গত চারটে নিম্নচাপের সঙ্গে এ বারের নিম্নচাপের একটা পার্থক্য রয়েছে।বুধবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-মধ্য বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ এখনও পর্যন্ত যে লক্ষণ দেখাচ্ছে, তার ভিত্তিতে মনে করা হচ্ছে সেটি বাংলায় না এসে ওডিশা ও অন্ধ্রপ্রদেশ অভিমুখে এগোবে। তাই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাংলায় আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা কম।

    অগস্টের ২৮ দিনের মধ্যে ২৩ দিনই বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গ। সৌজন্যে বঙ্গোপসাগরে নিয়মিত তৈরি হওয়া নিম্নচাপ। আবহবিদরা জানাচ্ছেন, অগস্টে বঙ্গোপসাগরে মোট ৬টি নিম্নচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে চারটি নিম্নচাপ তৈরি হয়েছে শেষ ১২ দিনে। সমুদ্রে পর পর এতগুলি ‘ওয়েদার সিস্টেম’ তৈরি হওয়ায় অগস্টে অকাতরে বৃষ্টি পেয়েছে বাংলা।

    ১ অগস্ট থেকে ২৮ অগস্ট সকাল পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ ৪৫৩ মিলিমিটার। বুধবার সকালে সমুদ্রের উত্তর-মধ্য অঞ্চলে একটি নিম্নচাপ যে তৈরি হতে পারে, সে পূর্বাভাস দেওয়া হয়েছিল সোমবারই। কিন্তু নিম্নচাপটি তৈরি না হওয়া পর্যন্ত তার অভিমুখ সম্পর্কে কোনও মন্তব্য করেনি হাওয়া অফিস। বুধবার সকালে ঘোষণা করা হলো, সামনের দু’দিন বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

    ‘ভারী বৃষ্টি’ না হলেও উপকূলবর্তী অঞ্চলে দমকা হাওয়া এবং অশান্ত সমুদ্রের সম্ভাবনা পুরোমাত্রায় রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। সেই কারণেই ৩১ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
  • Link to this news (এই সময়)