• আরজি কর কাণ্ডের পর সন্দীপ ঘোষকে সাসপেন্ডের সিদ্ধান্ত আইএমএ-র
    এই সময় | ২৯ আগস্ট ২০২৪
  • এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন(IMA)-এর। তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল চিকিৎসকদের এই সংগঠন। আইএমএ-এর রাজ্য শাখার সহকারী সম্পাদক চিকিৎসক অনির্বাণ দলুই বলেন, 'আরজি করের এই ঘটনা ঘটার পর থেকেই তাঁর সদস্য পদ বাতিলের দাবি করা হচ্ছিল রাজ্য শাখার পক্ষ থেকে। শেষ পর্যন্ত সেই দাবিতেই সিলমোহর দিল কেন্দ্রীয় কমিটি। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।'সাসপেন্ড করার নির্দেশিকা

    আইএমএ-র নির্দেশিকাতে বলা হয়েছে, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়। ন্যাশনাল প্রেসিডেন্ট আরভি আশোকান একটি কমিটি গঠন করেন। সেই কমিটির নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে। পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সন্দীপের বিরুদ্ধে সহানুভূতি এবং সংবেদনশীলতার অভাবের অভিযোগ করেছেন। পাশাপাশি আইএমএ-র পশ্চিমবঙ্গ শাখা এবং চিকিৎসকদের বেশ কিছু সংগঠনও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদন করেছিল। এরপরেই আইএমএ-র শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার সময় সন্দীপ ঘোষ হাসপাতালের অধ্যক্ষ ছিলেন। এরপরেই তাঁর পদত্যাগের দাবি করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সংবাদ মাধ্যমে একাধিকবার নির্যাতিতার নাম নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সন্দীপ স্বেচ্ছায় অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। চাকরি থেকে পদত্যাগ করলেও তাঁর ইস্তফা গ্রহণ হননি। পরিবর্তে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করে রাজ্য। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ছুটিতে রয়েছেন তিনি।

    পাশাপাশি আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। তাঁরও একাধিক অভিযোগ ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই একাধিকবার সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার ডাক্তারদের অন্যতম সম্মানজনক সংগঠন থেকেও সাসপেন্ড করা হল তাঁকে।
  • Link to this news (এই সময়)