• হলদিয়ায় তেল কারখানার পাইপ ফেটে বিপত্তি, ছড়িয়ে পড়ল অশোধিত তেল
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ায় তেল কারখানার পাইপলাইন ফেটে ছড়িয়ে পড়ল অশোধিত তেল। আজ, বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া বন্দর সংলগ্ন চিরঞ্জীবপুর এলাকার একটি বেসরকারি তেল কারখানায়। পুলিস সূত্রে খবর, এদিন অশোধিত তেল হলদিয়া বন্দরের ডক থেকে পাইপলাইনের মাধ্যমে কারখানার প্ল্যান্টে পাঠানো হচ্ছিল। কিন্তু পাইপলাইনে ত্রুটির কারণে তেল ছড়িয়ে পড়তে শুরু করে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তেল সংগ্রহ করার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কারখানার লোকজনরা। ঘটনাস্থলে আসে পুলিসও।

    কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়েই দ্রুত জাহাজ থেকে তেল পাঠানো বন্ধ করা হয়। তবে কত টন তেল নষ্ট হয়েছে তা এখনও পরিষ্কার নয়। সংস্থার ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু করেছেন। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)