• ‘মমতা দেশবিরোধী, হিংসায় উসকানি দেন’ ব্যবস্থা নিতে শাহকে চিঠি লিখলেন সুকান্ত
    হিন্দুস্তান টাইমস | ২৯ আগস্ট ২০২৪
  • এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে নালিশ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি চিঠিতে লিখেছেন, কলকাতায় হিংসা ছড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিযোগ। 

    চিঠিতে সুকান্ত লিখেছেন, তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্য়ায় যে মন্তব্য করেছেন তা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে তিনি বলেছেন, 'আমি বদলা চাইনি, কিন্তু এখন বলছি কী করা উচিত। আর এটাই হল প্রতিহিংসার রাজনীতিকে উসকানি দেওয়া মুখ্যমন্ত্রীর আসনে বসে থেকে। তিনি দেশ বিরোধী মন্তব্য করছেন, তিনি বলেছেন যদি বাংলা জ্বলে, তাহলে অসম, বিহার ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি সব জ্বলবে। '

    'সাংবিধানিক পদমর্যাদায় থাকা কোনও মানুষের পক্ষে এটা বলা ঠিক নয়। এটা একজন দেশবিরাধী মানুষের মন্তব্য। তিনি পরিষ্কার ভয় দেখাচ্ছেন, হিংসায় উসকানি দিচ্ছেন। তাঁর এই পদে থাকার আর অধিকার নেই। তাঁর পদত্যাগ করা দরকার। '

    'আমি এই গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য় অনুরোধ করছি। বাংলার মানুষের স্বার্থ রক্ষার জন্য  আমি পদক্ষেপ নেওয়ার জন্য বলছি। আমাদের দেশের সাংবিধানিক মূল্যকে রক্ষার জন্য় এই পদক্ষেপ নিতে হবে।' লিখেছেন সুকান্ত মজুমদার। 

    এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতার সঙ্গে ভারতবিরোধী শক্তির যোগসাজশ রয়েছে ও তাঁর উপর নজরদারি চালানো দরকার বলে মতামত দিয়েছেন সুকান্ত মজুমদার।

    সুকান্ত বলেন, ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে থেকে মমতা যেভাবে অসম মণিপুর সহ উত্তর পূর্ব অশান্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তা বাংলাদেশের জামাতের ভাষা। ভারত বিরোধী শক্তির ভাষা। কেন্দ্রীয় সংস্থা যারা দেশের নিরাপত্তার দিকটি দেখেন তাদের বলব সতর্ক নজর রাখুন। কোন বিদেশিরা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করছেন কোন বিদেশি শক্তির সঙ্গে তার যোগাযোগ রয়েছে তা নিয়ে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। মতামত সুকান্তর।

    সেই সঙ্গেই সুকান্ত বলেন, ছাত্রদের আন্দোলনে মমতার যে আক্রমণ, আজকের বনধ বানচাল করতে মমতার যে প্রচেষ্টা তা একটা জিনিস প্রমাণ করে দিয়েছে তিনি ভয় পেয়েছেন। তাই আমরা বলছি ভয় পেয়েছে দিদিভাই। ইস্তফা ছাড়া গতি নাই। এখন অনেক কথা বলছেন তিনি। সাপের কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)