• মোবাইল হারানোর পর লক্ষাধিক টাকা খোয়ালেন বর্ধমানের বাসিন্দা
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বর্ধমান: মোবাইল হারিয়ে যাওয়ার পর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা খোয়ালেন বর্ধমান শহরের এক বাসিন্দা। পাসবই আপ-টু-ডেট করাতে গিয়ে বিষয়টি তিনি জানতে পারেন। ঘটনার কথা জানিয়ে তিনি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস তদন্ত শুরু করেছে। থানার এক অফিসার বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাইবার থানার সাহায্য নেওয়া হবে। 

    পুলিস সূত্রে জানা গিয়েছে, শহরের কানাইনাটশাল এলাকার বাসিন্দা প্রশান্তকুমার সাহুর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। গত ৭ এপ্রিল তাঁর মোবাইলটি খোয়া যায়। এনিয়ে বর্ধমান থানায় তিনি ডায়েরি করেন। পরে তিনি তাঁর সিমটি ফের চালু করেন। খোয়া যাওয়ার দিন থেকে ৯ এপ্রিল পর্যন্ত তাঁর মোবাইলটি বন্ধ ছিল। তারপর সেটি চালু হয়। কিছুদিন আগে তিনি পাসবইটি আপ-টু-ডেট করাতে যান। ব্যাঙ্কের স্টেটমেন্ট থেকে তিনি জানতে পারেন, ৭ থেকে ৯ এপ্রিলের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ১ হাজার টাকার বেশি গায়েব হয়ে গিয়েছে। কীভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হল, তা তাঁর কাছে পরিষ্কার নয়।
  • Link to this news (বর্তমান)