• হরিহরপাড়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃত দুই শার্প শ্যুটার
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: হরিহরপাড়ায় তৃণমূল কর্মী সনাতন ঘোষকে খুনের ঘটনায় গ্রেপ্তার হল দুই শার্প শ্যুটার। ধৃতরা হল ফরিদ শেখ ও আশরাফ মণ্ডল। তাদের বাড়ির নওদা থানা এলাকায়। মঙ্গলবার রাতে হরিহরপাড়ার গজনিপুর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিস। বুধবার বহরমপুর জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিসি হেফাজতের নির্দেশ দেন। হরিহরপাড়া থানার এক অফিসার বলেন, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় তাদের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। 

    উল্লেখ্য, গত ৯ জুন রাতে বাড়ি ফেরার সময় হরিহরপাড়ার গজনিপুর থেকে শ্রীপুর যাওয়ার রাস্তায় শ্যুটআউটের ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে জানা যায়, সনাতনবাবু ওই রাতে তাঁর দুই সঙ্গীকে নিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময় চারচাকা গাড়িতে দুষ্কৃতীরা ধাওয়া করে এসে তাঁর বাইকে ধাক্কা মারে। দুই বন্ধু পালাতে সক্ষম হলেও সনাতনবাবু পড়ে যান। তখন দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দেয়। মৃতের পরিবারের লোকজন ১২ জনের নামে থানায় অভিযোগ জানান। ঘটনায় তদন্তে নেমে পুলিস এর আগে চারজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে খুনে ব্যাবহৃত দু’টি আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিস। এছাড়া অভিযুক্তদের কাছ থেকে একটি বাইকও উদ্ধার হয়। ঘটনায় দুই শ্যুটারের জড়িত থাকার বিষয়টি পুলিস জানতে পারে। তাদের খোঁজে পুলিস তল্লাশি চালাচ্ছিল। অবশেষে পুলিস দুই সুপারি কিলারের নাগাল পেল।
  • Link to this news (বর্তমান)