• রবীন্দ্র শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের নামে নামকরণ রাস্তার, ঘোষণা কারামন্ত্রীর
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বোলপুর: বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনের রাস্তার নামকরণ করা হবে শিল্পীর নামে। বুধবার এই ঘোষণা করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন ছিল কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল আর্কাইভ অ্যান্ড মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান। এই উপলক্ষ্যে তাঁর পরিবারের তরফে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। মন্ত্রী সহ সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন আশ্রমিক তথা ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর, অধ্যাপিকা কল্পিকা মুখোপাধ্যায়, মঞ্জু বন্দোপাধ্যায়‌, শিল্পীর বোন বীথিকা মুখোপাধ্যায় সহ অন্যান্য গুণিজন। সেখানে মন্ত্রীর এই ঘোষণায় খুশি শিল্পীর পরিবার।  বিশ্বভারতীর ইতিহাস থেকে জানা যায় কণিকা বন্দ্যোপাধ্যায়ের আগে নাম ছিল অনিমা। সেই নাম পরিবর্তন করে কণিকা রেখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। রবীন্দ্র সঙ্গীতকেই নিজের জীবনের অঙ্গ করে নিয়েছিলেন শিল্পী। সারা বিশ্বে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। এবছর ১২ অক্টোবর শতবর্ষ পূর্ণ হচ্ছে শিল্পীর। তবে তার উদযাপন শুরু হয়েছে এক বছর আগেই।
  • Link to this news (বর্তমান)