• হাতির হামলায় নষ্ট তিন বিঘা জমির ফসল
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের ধনতলিটাপুরে হাতির হামলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাতির তাণ্ডবে দুই বিঘা জমির ধান, এক বিঘা জমির বেগুন ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। গ্রামবসীরা বলেন, মঙ্গলবার রাতে একটি হাতি গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। ক্ষতিগ্রস্ত চাষিকরা ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন। হাতির হামলা রুখতে বনবিভাগ উপযুক্ত ব্যবস্থা নিক, এমনটাই দাবি জানিয়েছেন দুর্গম ধনতলিটাপুরের বাসিন্দারা। 

    গত ১৮ আগস্ট রাতে হাতির হামলায় ধনতলিটাপুরের বাসিন্দা আশুতোষ মহাপাত্রের মৃত্য হয়। প্রায় প্রতি রাতেই হাতি গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি নিয়মে আবেদন করলে ক্ষতিপূরণ পাবেন। 
  • Link to this news (বর্তমান)