• কোচবিহারের ভারতভুক্তি চুক্তি দিবস পালিত
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, হলদিবাড়ি: বুধবার সকালে হলদিবাড়িতে পালিত হল কোচবিহারের ভারতভুক্তি চুক্তি দিবস। এদিন হলদিবাড়ি ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় এবং বক্সিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের আঙুলদেখা বাজারে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বংশীবদন পন্থীর পক্ষ থেকে দিনটি পালন করা হয়। ১৯৪৯ সালের ২৮ আগস্ট তৎকালীন কোচবিহার রাজ্যের ভারতভুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারত সরকারের পক্ষে ভি পি মেনন ও কোচবিহারের তৎকালীন মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ওই চুক্তি স্বাক্ষর করেছিলেন। এরপর ১৯৪৯ সালের ১২ সেপ্টেম্বর ভারত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন কোচবিহারের মহারাজা। পরবর্তীতে ১৯৫০ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে রূপান্তরিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাত্তারুল হক সরকার, হলদিবাড়ি ব্লক সভাপতি হুমায়ুন কবীর সরকার, সম্পাদক প্রশান্ত বর্মন প্রমুখ।
  • Link to this news (বর্তমান)