• ধর্ষণে ফাঁসি: বিধানসভায় বিল মমতার, সংসদে অভিষেকের
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দফা এক, দাবি এক, ধর্ষকের ফাঁসি। আর সে জন্য চাই ধর্ষণ-বিরোধী কঠোর আইন। এই স্লোগান এবং শপথেই যৌথ বার্তা দিল্লির দরবার পর্যন্ত পৌঁছে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে আগামী সপ্তাহেই বিধানসভায় বিল আনছেন মুখ্যমন্ত্রী। আর অভিষেকের প্রতিশ্রুতি, এই ইস্যুতে আইন প্রণয়নের জন্য সংসদে প্রাইভেট মেম্বার বিল আনবেন তিনিও।

    আর জি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় গর্জে উঠেছে সমাজ। সর্বস্তর থেকে আওয়াজ উঠছে, বিচার চাই। দোষীর ফাঁসির দাবিতে কলকাতার রাজপথে পদযাত্রা করেছেন মমতাও। আরও একধাপ এগিয়ে এবার যুগান্তকারী পদক্ষেপের পথে মুখ্যমন্ত্রী। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তাঁর ঘোষণা, ‘আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন বসবে। ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই, এই বিল পাশ করানো হবে।’ তারপরই সিদ্ধান্ত হয়েছে, অধিবেশন শুরু হবে ২ সেপ্টেম্বর। আর তার পরদিনই আনা হবে ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়ন সংক্রান্ত বিল। এই বিলের খসড়া তৈরির দায়িত্বে মন্ত্রী মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও রয়েছেন রাজ্যের মুখ্যসচিব, অর্থসচিব ও আইন দপ্তরের সচিব। ভারতীয় ন্যায় সংহিতা সহ কার্যকর হওয়া তিনটি নয়া আইনে রাজ্যের হাতে যে ক্ষমতা রয়েছে, তার সূত্র ধরেই পশ্চিমবঙ্গ সরকার ধর্ষণ বিরোধী বিল আনতে চলেছে বলে খবর। তাই রাজভবনের উপর চাপ বাড়িয়ে মমতার বার্তা, বিধানসভায় বিল পাশ করানোর পর রাজ্যপালের কাছে পাঠাব। রাজাবাবু, কিছু না করলে মেয়েরা রাজভবনে বসে থাকবে ঘণ্টার পর ঘণ্টা। সেখানে ভাইরাও থাকবে। দাবি উঠবে, এই বিল সই করতে হবে। শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দায়িত্ব সারলেই হবে না।’ 

    মমতা যখন এই বক্তব্য রাখছেন, ঠিক তার কয়েক মিনিট আগে এই মঞ্চে দাঁড়িয়েই এক সুরে হুঙ্কার দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘আমাদের চাই ধর্ষণ বিরোধী কঠোর আইন। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে, আমি প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে সংসদে মুভ করব। আগামী দিনে দিল্লিতে আন্দোলন হবে।’ তবে একইসঙ্গে তাঁদের প্রশ্ন, বিজেপি সরকার কেন এই সিদ্ধান্ত নিচ্ছে না? মমতা বলেন, ‘উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, অসমে নারী নির্যাতনের ঘটনায় পদত্যাগ করেননি নরেন্দ্র মোদি। মণিপুরের পরিবারের কাছে তিনি ছুটে যাননি।’ আর অভিষেক বলেছেন, ‘বিজেপি নেতারা নবান্ন অভিযান না করে সংসদ অভিযান করুন। ধর্ষণ বিরোধী কঠোর আইনের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে দাবি জানান।’ তাঁর সংযোজন, ‘বিজেপি নেতারা বাংলার দিকে আঙুল তোলার আগে ডাবল ইঞ্জিন রাজ্যগুলির দিকে তাকান। মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্র। সেই চারজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ আগে দাবি করুন।’ 
  • Link to this news (বর্তমান)