• আর জি কর ইস্যুতে আন্দোলনের শপথ ছাত্র পরিষদের নয়া নেত্রী প্রিয়ঙ্কার
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তি না-হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। আনুষ্ঠানিকভাবে ছাত্র পরিষদের রাজ্য সভাপতির দায়িত্ব নিয়ে এই অঙ্গীকার করলেন প্রিয়ঙ্কা চৌধুরী। বুধবার মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রাক্তন রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের থেকে তাঁর কাছে দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত হয়। উপস্থিত ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়, শুভঙ্কর চৌধুরীদের মতো ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতিরাও। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য পতাকা তুলে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। তবে, এনএসইউআইয়ের তরফে কোনও প্রতিনিধি এদিন ছিলেন না।

    মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও ছিল তুমুল উন্মাদনা। রাজন্যা, শ্রেষ্ঠার মতো টিএমসিপির উজ্জ্বল মুখরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে রাখি বাঁধেন। আর জি কর ইস্যুর মধ্যে একটি বার্তা পৌঁছে দেওয়ারও প্রয়াস হয়। সংগঠনের ইতিহাস, পুরনো ছবি নিয়ে ‘সাথী’ নামে একটি বইয়ের প্রচ্ছদও প্রকাশ করা হয়। প্রচ্ছদ ভাবনা এবং বইয়ের নাম, দুটিই মুখ্যমন্ত্রীর। নেপথ্যে রয়েছেন প্রেসিডেন্সির প্রাক্তনী সন্দীপন মিত্র। বলিষ্ঠ বক্তব্য রাখেন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, মীনাক্ষী ভট্টাচার্য, জয়া দত্ত প্রমুখ।
  • Link to this news (বর্তমান)