• সন্দীপকে সাসপেন্ড করল আইএমএ, বাতিল সদস্যপদও
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ। তাঁকে এবার সাসপেন্ড করল চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। বাতিল করা হল সদস্যপদও। তাঁর বিরুদ্ধে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট করার গুরুতর অভিযোগ এনেছে সিবিআই। এছাড়া দুর্নীতি সহ গুচ্ছ গুচ্ছ অভিযোগও উঠে এসেছে। আইএমএ সূত্রের খবর, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার পরই স্বতঃপ্রণোদিত হয়ে সন্দীপকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ষণ-খুনের ঘটনাটি সামনে আসার পরই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কমিটি গঠন করে আইএমএ। কমিটির সদস্যরা নির্যাতিতার বাড়িতে যান। তাঁর মা-বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন। তার ভিত্তিতে কমিটির বক্তব্য, পুরো বিষয়ে ডাঃ ঘোষের ভূমিকা মোটেই সন্তোষজনক নয়। এদিন তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় আইএমএ। সম্প্রতি তাঁর সদস্যপদ বাতিল করেছিল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের রাজ্য শাখাও।
  • Link to this news (বর্তমান)