• ফের নিম্নচাপে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সতর্কবার্তা মৎস্যজীবীদের
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। তার ফলে উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিমি গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আগামী শনিবার পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার জন্য সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। যেসব মৎস্যজীবী এই মুহূর্তে সমুদ্রে আছেন, তাঁদের আজ বৃহস্পতিবারের মধ্যে ডাঙায় ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই নিম্নচাপটি উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যাবে। তাই এই  নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি শক্তি বাড়িয়ে পূর্ব-মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হবে। তবে এটির অবস্থান পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরেই। তাই দক্ষিণবঙ্গে এর প্রভাব বিশেষ পড়বে না।  এই অঞ্চলে বর্ষাকালের সাধারণ বৃষ্টিই আপাতত চলবে।
  • Link to this news (বর্তমান)