• সাঁতরাগাছিতে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু ট্রাফিক কনস্টেবলের
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাঁতরাগাছি রেল স্টেশনের কাছে কোনা এক্সপ্রেসওয়ের উপর একটি বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পুলিস কনস্টেবলের। মৃতের নাম বিমল মণ্ডল। বাড়ি ডোমজুড়ে। বিমলবাবু দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার সন্ধ্যায় দুর্ঘটনার পর তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতেই মৃত্যু হয় তাঁর। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চালক সহ ঘাতক বাসটিকে আটক করেছে পুলিস।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, গত সোমবার কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন ক্যারি রোডে দুপুর পর্যন্ত ডিউটি করেন বিমলবাবু। বিমলবাবুর স্ত্রী দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন। আন্দুল রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস চলছিল তাঁর। ঘটনার দিন বিকেলে স্ত্রীর পরবর্তী ডায়ালিসিসের তারিখ জানার জন্য ওই হাসপাতালে গিয়েছিলেন এই পুলিস কনস্টেবল। এরপর বাইকে করে বাড়ি ফেরার পথে সাঁতরাগাছি স্টেশনের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে একটি বেসরকারি বাসকে পাশ কাটাতে গিয়ে চাকার নীচে পড়ে যান। তাঁর মাথার উপর দিয়ে চলে যায় বাসের চাকা। গুরুতর জখম অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিলেন তিনি। এরপর পুলিস এসে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। ওইদিন রাতেই মৃত্যু হয় বিমলবাবুর। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে বাড়িতে। বাড়িতে তাঁর স্ত্রী ছাড়াও ১১ বছর বয়সি এক শিশুকন্যা রয়েছে বলে জানা গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)