• জলের তলায় চাষের জমি, দুই জেলায় মাথায় হাত কৃষকদের
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: গত কয়েকদিনের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কায় বাগদার কৃষকরা। বিঘার পর বিঘা জমি চলে গিয়েছে জলের তলায়। ক্ষতিপূরণে সরকারি সাহায্যের আবেদন করছেন তাঁরা। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লক মূলত কৃষিপ্রধান এলাকা। গত দু’দিনের বৃষ্টিতে বাগদা গ্রাম পঞ্চায়েতের নৃসিংহখোলা গ্রামের কয়েকশো বিঘা জমি জলের তলায়। পটল, কাঁকরোল, কুদরি, উচ্ছে, কলা, লঙ্কা সহ একাধিক ফসল জলে ডুবে রয়েছে। সুনীল হালদার নামে এক কৃষক বলেন, ‘প্রায় পাঁচ বিঘা জমিতে পটল চাষ করেছিলাম। সবই জলের তলায়।’ বৃষ্টিতে সব্জি ও ফুল চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে বটে তবে এই বর্ষণ ধান চাষের পক্ষে অনুকুল বলে জানিয়েছেন কৃষি আধিকারিকরা। পাট পচানোর ক্ষেত্রেও এই বৃষ্টি উপকারে আসবে বলে জানান তাঁরা। বাগদা ব্লকে প্রায় সাড়ে পাঁচ হাজার বিঘা জমিতে সব্জি ও ফুল চাষ হয়। বনগাঁ মহকুমা সহকারি কৃষি অধিকর্তা নারায়ণ দেবনাথ বলেন, ‘এই বৃষ্টিতে সব্জি ও ফুল চাষে কিছুটা ক্ষতি হলেও ধান চাষ ও পাট পচানোর ক্ষেত্রে ভালো হবে।’

    বাগদার হেলেঞ্চা পিএইচই  দুই নম্বর পাম্প হাউসে জল জমেছে। বিদ্যুৎ ঘরের মধ্য দিয়ে বিদ্যুতের তার যাওয়ায় পাম্প চালাতে ভয় পাচ্ছেন কর্মীরা। কর্তৃপক্ষকে জানিয়ে কোনও লাভ হয়নি বলে জানিয়েছে পাম্প অপারেটর। পরে খবর পেয়ে ঘটনাস্থলায় যান বনগাঁ মহকুমা পিএইচই’র জুনিয়র ইঞ্জিনিয়ার। দ্রুত সমাধানের আশ্বাস দেন। বৃষ্টিতে জলমগ্ন হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর কলোনি জিএস এফপি স্কুলও। ক্লাসঘরে, মিড ডে মিল রান্নার ঘরে জল ঢোকায় সমস্যায় ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকরা। স্কুলের বারান্দা ও মাঠে জল থাকার কারণে ছাত্র-ছাত্রীরা জলের উপর দিয়েই চলাফেরা করছে। জমা জল বের করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
  • Link to this news (বর্তমান)