• ভুয়ো কল রুখতে বৈঠক করল ট্রাই
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো মেসেজ এবং ফোন কলের মাধ্যমে জালিয়াতি রুখতে উদ্যোগী হয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রা‌ই)। সার্বিকভাবে যাতে এই বিষয়ে পদক্ষেপ করা যায়, তার জন্য কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নানা বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠক করল তারা। সেই তালিকায় ছিল সেবি, রিজার্ভ ব্যাঙ্ক, পিএফআরডিএ, আইআরডিএআই, টেলিকম দপ্তর, তথ্য ও প্রযুক্তি মন্ত্রক, কর্পোরেট বিষয়ক মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক। ট্রা‌ই জানিয়েছে, বৈঠকে মূলত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়। প্রথমত, এসএমএসের মাধ্যমে ইউআরএল, এপিকে এবং ওটিটি লিঙ্ক পাঠানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, দ্বিতীয়ত, টেলিমার্কেটিং সংস্থাগুলির ফোন নম্বরগুলিকে ১৪০ সিরিজের নম্বরে অন্তর্ভুক্ত করা এবং তৃতীয়ত, কেন্দ্রীয় দপ্তরগুলির তরফে নিযুক্ত করা গোটা টেলিমার্কেটিং ব্যবস্থা বা সংস্থাগুলি সম্পর্কে যথাযথ তথ্য প্রকাশ করা। ট্রাই-কর্তাদের আশা, এতে ভুয়ো ফোন কল রোখা সম্ভব হবে।
  • Link to this news (বর্তমান)