কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এখনও বিক্ষোভ অব্যাহত। মঙ্গলবার নবান্ন অভিযান, বুধবার বাংলা বনধের পর বৃহস্পতিবারও একাধিক বিক্ষোভ কর্মসূচির সাক্ষী হতে চলেছে বাংলা। বিচারের দাবিতে এদিন ধর্মতলায় ধর্নায় বসবে বিজেপি। কলকাতায় এদিন মিছিল করবে কংগ্রেস। অন্য দিকে, এখনও চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। আরজি করকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। তদন্ত কোন পথে, সেদিকেও নজর থাকছে আজ। এই সংক্রান্ত সব খবরের লেটেস্ট আপডেট রইল এখানে...