• পিচের চিহ্ন নেই, রাস্তাজুড়ে গর্ত, বেরিয়ে রয়েছে পাথর
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পিচের চিহ্নমাত্র নেই। কয়েক কিমি রাস্তাজুড়ে ছোট-বড় গর্ত। বেরিয়ে রয়েছে পাথর। বৃষ্টিতে সেই গর্তে জল জমে মারাত্মক চেহারা নিয়েছে। প্রত্যন্ত গ্রাম নয়, এই ছবি খোদ জলপাইগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। 

    তবে শুধু ২ নম্বর ওয়ার্ড নয়, শহরের ৩ নম্বর ওয়ার্ডের সেনপাড়া, ৯ নম্বর ওয়ার্ডের পিলখানা, ২১ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া, ১২ নম্বর ওয়ার্ডের পান্ডাপাড়া অশোকগড় এবং ১৪ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া পান্ডাপাড়া এলাকার রাস্তা বেহাল। পুরসভার সামনে থেকে পুলিস লাইন পর্যন্ত রাস্তাও ভেঙেচুরে একাকার। বাসিন্দাদের দাবি, শহরে যত রাস্তা রয়েছে তার ৭০ শতাংশের বেশি খারাপ। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাত বলেন, রাস্তা সংস্কারে ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুজোর আগেই কাজ শুরু হবে। যদিও প্রশ্ন উঠেছে, এক কোটি টাকায় পুরসভার ২৫টি ওয়ার্ডে রাস্তা সংস্কার করতে গেলে ওয়ার্ড পিছু মিলবে ৪ লক্ষ টাকা। ওই টাকায় কতটুকু রাস্তা সংস্কার হবে?

    ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, রাস্তার হাল এতটাই খারাপ যে, যানবাহন ঢুকতে চায় না। রাস্তার নাম শুনলেই মুখ ফিরিয়ে নিচ্ছেন টোটোচালকরা। বারবার কাউন্সিলারকে বলা হলেও উদ্যোগ নেওয়া হয়নি। ওয়ার্ডের সেনপাড়া থেকে নিউ ধরধরা সেতু পর্যন্ত দেড় কিমি রাস্তার হাল এতটাই খারাপ যে, হেঁটে যাতায়াত করাও কার্যত বন্ধের মুখে। নিউ ধরধরা সেতু এলাকার বাসিন্দা লক্ষ্মী সরকার, ছায়া সরকার বলেন, রাস্তায় বড় বড় গর্তে বৃষ্টির জল জমে রয়েছে। কোনও গাড়ি ঢুকতে চায় না। ছেলেমেয়েদের হেঁটে স্কুলে যেতে হচ্ছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া।

    স্থানীয় তৃণমূল কাউন্সিলার মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় বলেন, এসজেডিএ’র তরফে রাস্তা সংস্কারে এক কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। বর্ষার জন্য কাজ শুরু হতে একটু দেরি হচ্ছে।  (জলপাইগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা।-নিজস্ব চিত্র।)
  • Link to this news (বর্তমান)