• বন্‌ধে হামলা, ক্ষতিগ্রস্ত এনবিএসটিসি’র ৫টি বাস
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিজেপির বন্‌ধ উপেক্ষা করে অতিরিক্ত বাস চালাল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। বুধবার তারা বিভিন্ন রুটে অতিরিক্ত ৫০টি বাস চালিয়েছে। তবে বন্‌ধ সমর্থনকারীদের হামলায় নিগমের বাসের প্রায় দু’লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এদিন বিভিন্ন ডিপোর কাছ থেকে রিপোর্ট নেওয়ার পর এই অভিযোগ করেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি বলেন, বাসে হামলা চালানোর প্রতিটি ঘটনা নিয়ে পুলিসের কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্তদের কাউকে রেয়াত করা হবে না। 

    এনবিএসটিসি সূত্রের খবর, দৈনিক লোকাল ও দূরপাল্লার রুটে প্রায় ৫৭০টি বাস চালানো হয়। বন্‌ধ উপেক্ষা করে এদিন অতিরিক্ত ৫০টি বাস রাস্তায় নামানো হয়েছিল। অর্থাৎ বাস চলেছে ৬২০টি। বন্‌ধ সমর্থকদের হামলায় পাঁচটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে কোচবিহার ও শিলিগুড়িতে দু’টি করে চারটি এবং বালুরঘাটে একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি বাসের সামনের কাচ ভেঙে ফেলা হয়েছে। 

    নিগমের চেয়ারম্যান বলেন, যাত্রীদের সুবিধার্থে এদিন অতিরিক্ত বাস রাস্তায় নামানো হয়েছিল। বন্‌ধ সমর্থকরা হামলা করলেও পরিষেবা বন্ধ করা হয়নি। প্রাথমিক রিপোর্ট অনুসারে পাঁচটি বাস ভাঙচুরে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দুই লক্ষ টাকা। এজন্য বিমার টাকা আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি ঘটনাগুলি নিয়ে পুলিসের কাছে অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিস কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে খবর পেয়েছি। বিজেপি চেষ্টা করেও বন্‌ধ সফল করতে পারেনি। নিগমের বাস পরিষেবা স্বাভাবিক ছিল। - নিজস্ব চিত্র।  
  • Link to this news (বর্তমান)