• পুজোর আগেই আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি, নন্দনকানন থেকে এল বাঘ-সিংহ-ভালুক
    প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৪
  • নিরুফা খাতুন: পুজোর আগে খুশির খবর আলিপুর চিড়িয়াখানায়। পড়শি রাজ্য ওড়িশার ননন্দকানন থেকে আনা হয়েছে একাধিক নতুন অথিতি। তবে তাদের এখনই দর্শকদের সামনে আনা হবে না বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরই দর্শকদের সামনে আসবে তারা।

    পড়শি রাজ্য থেকে কাদের আনা হয়েছে? আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, এক জোড়া সিংহ, একটি স্ত্রী বাঘ, আনা হয়েছে দুটি হিমালয়ান কালো ভালুক ও ৪টি মাউস ডিয়ার। এদের মধ্যে ইঁদুরের মতো দেখতে মাউস ডিয়ার বিলুপ্ত প্রায় প্রাণী চোরাশিকারিদের অত্য়াচারে হারিয়ে যেতে বসে এই শান্ত প্রাণীটি।

    চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ওড়িশা থেকে ৯টি প্রাণীকে কলকাতা আনা হয়েছে। আপাতত তাদের রাখা হয়েছে নির্দিষ্ট নাইট শেল্টারে। প্রায় সপ্তাহ খানেক সেখানেই থাকবে তারা। 

    নতুন অতিথিরা আসার পরে আলিপুরে বাঘের সংখ্যা হল ৯টি। চিড়িয়াখানায় ৫টি বাঘিনি, ৪টি বাঘের সংসার। সিংহের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬টি। তাদের মধ্য়ে ৪টি সিংহী, ২টি সিংহ। আলিপুরে এতদিন দুটি পুরুষ হিমালয়ান কালো ভালুক ছিল। এবার আরও দুটি ভালুক আনা হল। 
  • Link to this news (প্রতিদিন)