১৩ দিনে ১০০ ঘণ্টারও বেশি জেরা! ১৪তম দিনে আবার সিবিআই দফতরে হাজির হলেন সন্দীপ ঘোষ
আনন্দবাজার | ২৯ আগস্ট ২০২৪
আরজি করের ঘটনায় গত ১৫ অগস্ট কলকাতা হাই কোর্ট দায়িত্ব দিয়েছে সিবিআইকে। তার পর থেকে কেটে গিয়েছে ১৪ দিন। এই ১৪ দিনে ১৩ বার সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ। সব মিলিয়ে ১০০ ঘণ্টারও বেশি জেরা করা হয়েছে তাঁকে। এর পরে বৃহস্পতিবারও সন্দীপ হাজির হলেন সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে। বৃহস্পতিবারও জেরা করা হবে তাঁকে।
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের পাশাপাশি ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তের দায়িত্বও পেয়েছে সিবিআই। দু’টি মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। প্রথম মামলাটিতে প্রশাসক হিসাবে ঘটনার দায় বর্তেছে তাঁর উপর। দ্বিতীয় মামলায় সরাসরিই অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। হাসপাতালের জৈব বর্জ নিয়ে দুর্নীতির অভিযোগে এফআইআর হয়েছে। সন্দীপের প্রাক্তন সহকর্মী তথা আরজি করের প্রাক্তন ডেপুটি সুুপার আখতার আলি আদালতেও অভিযোগ করেছেন সন্দীপের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে চিকিৎসা বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা নয়ছয়, ভেন্ডর নির্বাচনে স্বজনপোষণ, নির্মাণে আইন ভেঙে ঠিকাদার নিয়োগ ছাড়াও বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন তিনি।