• মগরায় শুটআউট, গুলিবিদ্ধ ২
    এই সময় | ২৯ আগস্ট ২০২৪
  • হুগলির মগরায় নাকসা মোড়ের কাছে বুধবার রাতে শুট আউট। গুলিবিদ্ধ ২ যুবক। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য যুবক চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি।প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বুধবার রাত দেড়টা নাগাদ বিশ্বনাথ দে ও মইদুল ইসলাম নামে দুই যুবক মোটরবাইকে চেপে মগরার দিকে যাচ্ছিলেন। মোটরবাইক ফলো করছিল চার চাকার একটি গাড়ি। বিশ্বনাথরা নাকসা মোড় পেরোতেই পিছনের গাড়ি থেকে তাঁদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

    মইদুলের উরুতে গুলি লাগে। বিশ্বনাথের পেটে ও হাতে গুলি লাগে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও জখম দুই যুবককে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। বিশ্বনাথের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে রেফার করা হয়।

    বিশ্বনাথের মা সবিতা দে জানান, তাঁর ছেলে মাটি বিক্রির ব্যবসা করে। তৃণমূলের সমর্থক। তৃণমূলের মিটিং, মিছিলে যায়। আজ ভোরে মহিলা জানতে পারেন, তাঁর ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। বিশ্বনাথের সঙ্গে কারও বিরোধ ছিল না বলে স্থনীয় বাসিন্দাদের দাবি।

    পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরে ওই যুবকদের গুলি করা হয়ে থাকতে পারে বলে। হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার জানান, কারা কি উদ্যেশ্যে গুলি চালালো সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অন্য এক কর্তা জানান, মাটি বিক্রির ব্যবসা নিয়ে বিশ্বনাথের সঙ্গে তাঁর পরিচিত কারও শত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (এই সময়)