• হঠাত্‍ বিধানসভায় দু'দিনের বিশেষ অধিবেশন, 'ধর্ষকের ফাঁসি চাই,' বিল আসছে?
    আজ তক | ২৯ আগস্ট ২০২৪
  • দু'দিনের বিশেষ অধিবেশন ডাকল রাজ্য সরকার। সোমবার থেকে অধিবেশন শুরু হবে। মঙ্গলবার পর্যন্ত চলবে। নবান্ন সূত্রে খবর, ধর্ষণে অপরাধীর ফাঁসি চেয়ে বিল পাস করাবে রাজ্য সরকার। সেই কারণেই এই বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। সূত্রের আরও খবর, এই বিশেষ অধিবেশন ডাকতে রাজ্য়পালের অনুমোদনের প্রয়োজন হবে না।

    বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আরজি কর কাণ্ডে আবারও মুখ খোলেন মমতা। তার আগে এনিয়ে বেশ কয়েকদিন তিনি কোনও মন্তব্য করেননি। অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে মুখ্যমন্ত্রী সরব হন। ধর্ষণে অপরাধীদের শাস্তি দিতে দেরি হওয়ার প্রসঙ্গে তিনি বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। মুখ্যমন্ত্রী বলেন, 'যে অত্য়াচারী তাকে কেন ছেড়ে দেওয়া হবে? কেন তাদের সাজা হবে না? প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানালাম, ন্যায় সংহিতা তৈরি করেছেন। একের পর এক ধাপ করেছেন। এই ন্যায় সংহিতা করার কী প্রয়োজন ছিল? রাজ্যের হাতে পাওয়ার নেই। যারা ধর্ষক তাদের একমাত্র শাস্তি ফাঁসি,ফাঁসি, ফাঁসি। এই একটা কাজ করলে সবাই ঠান্ডা হয়ে যাবে।'

    তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আগামী ৭ দিনের মধ্যে বিধানসভার অধিবেশন ডাকব স্পিকারকে বলে। এবং ১০ দিনের মধ্যে 'ধর্ষকের ফাঁসি চাই’ এই বিল এনে পাশ করিয়ে রাজ্যপালের কাছে পাঠাব। কোর্ট কী করবে আমি জানি না। বিজেপি বা কেন্দ্র কী করবে আমি জানি না। তবে এটা আমি করব। আমি জানি, রাজাবাবু কিছু করবেন না। যদি তিনি (বিলে স্বাক্ষর) না করেন, তবে মায়েরে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবেন ঘণ্টার পর ঘণ্টা। এই বিল সই করতে হবে। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। আপনি আবার বড় বড় কথা বলে কী করে? আপনার রাজভবনের এক জন মহিলা কর্মীকে নির্যাতন করেন। সেই মেয়েটা বিচার পায়নি।' 
  • Link to this news (আজ তক)