রামকৃষ্ণের বাণী ‘ফোঁস করা’র অর্থ ‘বদলা’ নয়, সোচ্চার হওয়া, ব্যাখ্যা মমতার
প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল সরকারের স্লোগান ছিল, ‘বদলা নয়, বদল চাই’। শুধু স্লোগানই নয়, তা কার্যক্ষেত্রেও পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পূর্বতন বাম সরকারের নেতা, মন্ত্রীদের বিরুদ্ধে কোনও প্রতিশোধমূলক পদক্ষেপই নিতে দেখা যায়নি। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ‘বদলা’র রাজনীতিতে বিশ্বাস করেন না। তবে বুধবার, TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তাঁর গলায় শোনা গেল ভিন্ন সুর। বললেন, ”আমি বলি, ফোঁস করতে হবে। এবার যা করার আপনারা বুঝে নিন। আমি কোনও অশান্তি চাই না।” এই বার্তা আসলে কী, রাজনীতির কারবারিরা বেশ ভালোই বুঝেছিলেন। তা নিয়ে গত ২৪ ঘণ্টায় কাটাছেঁড়াও কম হয়নি। এবার নিজের সেই ‘ফোঁস করা’ মন্তব্যের ব্যাখ্যা দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য, ফোঁস করা রামকৃষ্ণের বাণী। তার অর্থ বদলা নয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া।
বৃহস্পতিবার X হ্যান্ডলে দীর্ঘ পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিক বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে অন্যতম, আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তাঁর মন্তব্য, যা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সমালোচনা শুরু হয়েছে। পালটা জুনিয়র চিকিৎসকরাও জানিয়েছেন, ভয় দেখিয়ে আন্দোলনকে দমন করা যাবে না। সেই সভায় মমতার অভিযোগ ছিল, বাংলাদেশের মতো বাংলাকেও অশান্ত করার চেষ্টা চলছে। সেক্ষেত্রে উত্তর-পূর্বও শান্ত থাকবে না, একথাও শোনা গিয়েছিল। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পালটা হুঁশিয়ারির সুরে প্রশ্ন ছুড়েছিলেন, ”অসমকে হুমকি দিচ্ছেন! কত বড় সাহস!”
এদিন মুখ্যমন্ত্রী সব বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সোশাল মিডিয়া (Social Media)পোস্টে। পোস্টের একেবারে শেষে ‘ফোঁস’ মন্তব্য নিয়ে বিতর্কও উড়িয়েছে মুখ্যমন্ত্রী। তাঁর ব্যাখ্যা, ”আমি আমার বক্তব্যে ফোঁস করা বলতে যা বুঝিয়েছি, তাও স্পষ্ট করে দিচ্ছি। এই শব্দবন্ধ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী। মহাজ্ঞানী সাধক বলেছিলেন, মাঝেমাঝে গলা চড়াতে হয়। যখন চারপাশে অপরাধ, অন্যায় সংঘটিত হয়, তখন প্রতিবাদে সোচ্চার হতে হয়। আমার বক্তব্য সেই রামকৃষ্ণদেবের শিক্ষার অনুসারী।”