• ‘হতাশ হয়ে পড়ছি…’, CBI-র তদন্ত নিয়ে মন্তব্য নির্যাতিতার বাবার
    এই সময় | ২৯ আগস্ট ২০২৪
  • ‘হতাশ হয়ে পড়ছি…।’ CBI তদন্ত নিয়ে এমনটাই ন্তব্য করলেন আরজি করে মৃত চিকিৎসকের বাবা। তবে, হতাশ হলেও সিবিআইয়ের উপরেই ‘ভরসা’ রাখতে হচ্ছে বলেই জানান তিনি। নির্যাতিতার বাবা বলেন, ‘সিবিআই একটাই কথা বলছে, যা ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা দিয়ে চেষ্টা করা হচ্ছে’।বৃহস্পতিবারই আরজি কর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে পরিবারের সদস্যদের ফোনের কথোপকথনের অডিয়ো (সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। নির্যাতিতার বাবা জানান 'কোথা থেকে কী ভাবে ভাইরাল হয়েছে এটা আমরা জানি না। আমরা এর দায় নেব না।' ফোনের কণ্ঠস্বর তাঁরই কিনা সে ব্যাপারে নির্যাতিতার বাবা বলেন, 'আপনারা বলছেন বটে, তবে আমি দেখিনি।' এ বিষয়টি তদন্তে কোনও প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

    সিবিআই তদন্ত ভার নেওয়ার পর প্রায় দু’সপ্তাহ সময় কেটে গেলেও এখনও উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি। স্বাভাবিকভাবে হতাশা রয়েছে নির্যাতিতার বাবা-মার মধ্যে। তবে এদিন নির্যাতিতার বাবা বলেন, ‘আমরা কোর্টের কাছে একটি ভালো এজেন্সি দিয়ে তদন্ত করানোর জন্য আবেদন রেখেছিলাম। পুলিশের উপর আমাদের ভরসা নেই বলেই ভালো এজেন্সি চেয়েছিলাম। আদালত সেখানে সিবিআই তদন্তের কথা জানিয়েছে। সেই কারণে তাদের উপর আমাদের ভরসা রাখতে হচ্ছে।’

    অন্যদিকে, আগামী ১০ দিনের মধ্যে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন আনতে যে বিল আনার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তা নিয়ে নির্যাতিতার বাবা বলেন, 'মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে যদি করতে চান উনি করতেই পারেন। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি ছিল যে আমরা যেন বিচার পাই। কিন্তু পুলিশের কর্মকাণ্ড থেকে আমরা ভরসা রাখতে পারেনি। যার জন্য আমরা সিবিআই দাবি করেছিলাম।’

    তবে, এই ঘটনায় আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন অনেকে। সন্দীপকে দীর্ঘদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁকে এখনও হেফাজতে নেয়নি সিবিআই। এই সম্পর্কে নির্যাতিতার বাবা বলেন, ‘হয়তো আরো প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন।’
  • Link to this news (এই সময়)