• ‘খুব ক্ষমতাশালী…’, জয় শাহ ICC-র চেয়ারম্যান হতেই অমিত শাহকে খোঁচা মমতার
    এই সময় | ২৯ আগস্ট ২০২৪
  • আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি খোঁচাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিক না হয়েও জয় ‘ক্ষমতাশালী’ হয়ে উঠেছেন বলে কটাক্ষ মমতার।জয় শাহ ICC-র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কটাক্ষের সুরে মমতা পোস্টে লেখেন, ‘আপনার ছেলে রাজনীতিক হননি, তবে তিনি ICC-র চেয়ারম্যান হয়েছেন। যে পদ অনেক রাজনীতিকের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ছেলে সত্যিই খুব খুব ক্ষমতাশালী হয়ে উঠেছেন এবং তাঁর এই সাফল্য ও উচ্চতালাভের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।’

    গত মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান ঘোষিত হয়েছেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হন জয় শাহ। তিনি BCCI-এর সচিব। যদিও, বর্তমান ICC চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ রয়েছে ১ ডিসেম্বর অবধি। সে দিন থেকেই ICC-র নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন জয় শাহ। তবে, জয় শাহ-র ICC চেয়ারম্যান পদ পাওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

    অনেকের মতে, ‘রাজনৈতিক প্রভাব’ কাজে লাগিয়েই বিশ্ব ক্রিকেটের এই শীর্ষ পদে পৌঁছতে পেরেছেন জয়। ক্রিকেট খেলার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক না থাকলেও ক্রিকেট প্রশাসনে অবশ্য তিনি দীর্ঘ সময় ধরেই রয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদের দায়িত্ব নেওয়ার আগে তিনি গুজরাট ক্রিকেট সংস্থার যুগ্মসচিব ছিলেন। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে বসেন তিনি। পাশাপাশি, ২০২১ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি হন জয় শাহ।

    তবে, এর মধ্যেই রাজনৈতিক অভিসন্ধি দেখছেন অনেকেই। বিরোধী দলের বিরুদ্ধে মাঝেমধ্যেই ‘পরিবারবাদ’ নিয়ে খোঁচা দেয় কেন্দ্রের শাসক দল। এর মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ক্রিকেট রাজনীতির বিতর্কে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)