বিয়ের বাকি ৫ মাস! জাহাজডুবিতে নিখোঁজ রাহুল, উৎকণ্ঠায় পরিবার
এই সময় | ৩০ আগস্ট ২০২৪
প্রায় তিন দিন অতিবাহিত। এখনও খোঁজ মিলল না খিদিরপুর থেকে আন্দামানের উদ্দেশে রওনা দেওয়া জাহাজের ক্রু মেম্বার রাহুল রায়ের। জাহাজডুবির পর থেকেই নিখোঁজ তিনি। উৎকণ্ঠায় রাহুলের পরিবার। ১৫ বছরের পুরনো জাহাজকে কেন জলে নামানো হলো? প্রশ্ন তাঁদের।রাহুলের বিয়ের আর পাঁচ মাস বাকি। তার আগে চরম উদ্বেগের মধ্যে প্রহর কাটছে বারাসাতে হৃদয়পুরের শান্তিনগর এলাকার রায় পরিবারের। কলকাতা খিদিরপুর ডক থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবে যায়। সেই খবর ২৬ অগস্ট সন্ধ্যায় এসে পৌঁছয় জাহাজের কেবিন ক্রু মেম্বার রাহুল রায়ের বাবা সুবোধ কুমার রায়ের কাছে । তারপর থেকেই নাওয়া-খাওয়া ভুলেছেন সকলে।
রায় পরিবারের সদস্যদের প্রশ্ন, ভুল কার? কেন এমন জাহাজ জলে নামার আগে ফিট সার্টিফিকেট দেওয়া হয়? টাকা দিলেই কি জাহাজের ফিট সার্টিফিকেট পাওয়া যায়? প্রশ্ন উঠছে রায় পরিবার সহ প্রতিবেশীদের মধ্যেও। কলকাতার একটি বেসরকারি জাহাজ কোম্পানি আইটিটির জাহাজটি ১৫ বছরের পুরনো বলে জানা গিয়েছে।
সুবোধবাবুর দাবি, জাহাজের ১১ জন কর্মীকে উদ্ধার করলেও এখনও রাহুল রায় ও ক্যাপ্টেন সহ তিনজন নিখোঁজ আছে। তাঁদের উদ্ধারকার্য করার জন্য কোস্টগার্ড ও ইন্ডিয়ান এয়ার ফোর্সের হেলিকপ্টার তল্লাশি চালাচ্ছে। বৃহস্পতিবার সকালেই পুণে থেকে দাদার নিখোঁজের খবর শুনে বারাসাতে হৃদয়পুরের বাড়িতে পৌঁছন রাহুলের ছোট ভাই রোহন রায়। সকলেই তিনদিন ধরে রয়েছেন উৎকণ্ঠায়। রাহুলের বাবা জানান, সরকার ও প্রশাসনের দেখা উচিত যে জাহাজগুলি গভীর সমুদ্রে যাচ্ছে, সেগুলির ফিট সার্টিফিকেট সঠিক কিনা। অনেক বেসরকারি কোম্পানি জাহাজ ডুবি হলে পুরনো জাহাজ চালায়। তাতে যেমন জাহাজ কর্মীদের মৃত্যু হয়, তেমন লোকসানে পড়ে অন্য সরবরাহকারী কোম্পানিগুলি।
২৬ তারিখ বিকেল চারটে নাগাদ জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা থেকে ৯০ নটিকাল মাইল দূরে। জাহাজ থেকে ১১ জনকে উদ্ধার করা গেলেও বাকি তিনজন এখনও নিখোঁজ। বৃহস্পতিবারও সর্বশেষ খোঁজ নিতে পাড়া-প্রতিবেশীরা হাজির হন রাহুলের বাড়িতে। ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও কেন উদ্ধার হলো না সে নিয়ে প্রশ্ন তুলেছেন সকলেই। আগামী বছর ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে রাহুলের বিবাহ ঠিক হয়েছিল। বড় ছেলে রাহুলের সেই বিবাহ অনুষ্ঠান এখন অনিশ্চিত। ঘরের ছেলে ঘরে ফিরুক - একটাই প্রার্থনা করছেন সকলে।