বেঙ্গল সাফারি পার্কে ‘সুরজ-তনয়া’র দেখা মিলবে কবে? অপেক্ষায় পর্যটকরা
এই সময় | ৩০ আগস্ট ২০২৪
সুরজ-তনয়ার দেখা মিলবে কবে? অপেক্ষায় পর্যটকরা। কিছুদিন আগেই নতুন নামকরণ হয়েছে তাদের। তবে, পুজোর ছুটিতে সুরজ ও তনয়ার দেখা কি মিলবে? আশায় উত্তরবঙ্গবাসী। তবে এখনও সুরজ ও তনয়াকে সামনে আনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।এ বছর ফেব্রুয়ারি মাসে উত্তরবঙ্গে প্রথম সিংহ ও সিংহী নিয়ে আসা হয় শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। সেসময় তাঁদের নাম আকবর ও সীতা ছিল। সেই নাম নিয়ে জলঘোলাও প্রচুর হয়। শেষে বিশ্ব হিন্দু পরিষদের তরফে ধর্মে আঘাত করা হয়েছে বলে জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা করা হয়। পরে রাজ্য সরকার হলফনামা দিয়ে জানায় ত্রিপুরাতে সিংহ ও সিংহীর নাম রাখা হয়েছিল। এ রাজ্যে তাঁদের নাম রাখা হয়নি। এরপরই নাম পরিবর্তন করা হয়।
অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জীৎ চৌধুরী জানিয়েছিলে, পশ্চিমবঙ্গ সরকার নামকরণ করেছে বলে অভিযোগ করা হচ্ছিল। কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি এখানে নাম দেওয়া হয়নি। ত্রিপুরা সরকার সিংহ দুটির নামকরণ করেছিল। বিতর্ক হওয়ায় নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে দেওয়া হয়েছে।
সুরজ ও তনয়া এখনও লোকচক্ষুর আড়ালেই রয়েছে। অর্থাৎ, সাফারি পার্কে গেলেও সিংহ-সিংহীকে দেখতে পারছেন না পর্যটকরা। বর্তমানে সাফারি পার্কের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো হচ্ছে তাঁদের। পরবর্তীতে পর্যটকদের সামনে আনা হবে। নতুন অতিথিদের উপর সিসি ক্যামেরার নজর রাখা হয়েছে। চিকিৎসকেরাও নজর রাখছেন স্বাস্থ্যের উপর। তবে কবে তাদের দর্শকেরা দেখতে পারবেন তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন বেঙ্গল সাফারির আধিকারিকেরা। পুজোর পরে তাদের দেখতে পারবেন বলেই খবর। আপাতত নিজেদের এনক্লোজারে থাকছে সিংহ-সিংহী। অন্যদিকে, সিংহটিকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এক বছরের জন্য দত্তকও নিয়েছে বলে খবর।
বন দফতর সূত্রে জানা যায়, সুরজের জন্ম ২০১৬ সালে। বাবা দুষ্মন্ত ও চিন্ময়ী ২০১৬ সালে সিপাহিজলা চিড়িয়াখানায় তিন শাবকের জন্ম দেয়। সেই শাবকদের তাদের নামকরণ করা হয়েছিল ৭০ দশকের অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরের সিনেমা অমর, আকবর ও অ্যান্টনির নামে। এদের মধ্যে আকবরকে বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটি।