শিয়ালদা-বনগাঁ শাখায় রেল চলাচল ব্যাহত। সংহতি স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে ট্রেন। পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ চলছে বলে জানানো হয়েছে রেলের তরফে। তবে, শিয়ালদা-বনগাঁ শাখায় আপ লাইনে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে বলে জানতে পারা গিয়েছে। অফিস ফেরত টাইমে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে রেল যাত্রীদের। জানা গিয়েছে, প্রায় দু'ঘণ্টা ১৫ মিনিট বাদে আপ লাইনের খারাপ হয়ে যাওয়া ট্রেনটিকে বনগাঁর দিকে যাত্রী নামিয়ে নিয়ে যাওয়া হল। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ডাউন লাইন ধরে আসে শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার ট্রেন।বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সংহতি স্টেশনের কাছে একটি সিগন্যালিং-এর সমস্যার জন্য ট্রেন দাঁড়িয়ে পড়ে। রেলের আধিকারিকরা কাজ করছেন। ৫.১৫ নাগাদ সমস্যাটি দেখা যায়। তবে, রেল পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে বলা জানান তিনি।
যদিও, সংহতি স্টেশন থেকে ট্রেন ছাড়তেই দাঁড়িয়ে পড়ে ট্রেন। অনেক যাত্রী ট্রেনের চাকায় ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। রেলের আধিকারিকরা এসে বেশ কিছু জায়গায় মেরামতির কাজ শুরু করেছে। প্রায় ৪৫ মিনিটে বেশি ছিল ট্রেনটি। শিয়ালদা-বনগাঁ শাখায় আপ লাইনে বেশ কিছুক্ষণের জন্য রেল পরিষেবা ব্যাহত হয়।
এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেন। ফলে চরম হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর, রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সিঙ্গেল লাইন দিয়েই দু দিকের ট্রেন চালানোর। পরবর্তীতে ধীর গতিতে দু'দিকে ট্রেন এক লাইন দিয়েই চালানো হয় বলে বনগাঁও জিআরপি সূত্রে জানা গিয়েছে। ফলে অফিস ফেরত যাত্রীদের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় বেশ কিছু সময়। যদিও ট্রেন চলাচল শুরু হলেও এখনও হয়রানির মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের বলেই দাবি। এক দিকের লাইন দিয়ে ট্রেন চলাচল করায়, ওই ট্রেনের যাত্রীরাও পরের ট্রেনে উঠে গন্তব্যের দিকে রওনা দেন। ফলে ব্যাপক ভিড় হয় পরের ট্রেন গুলিতেও। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।