অবসরকালীন সুবিধা বৃদ্ধি, সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা
এই সময় | ৩০ আগস্ট ২০২৪
পুজোর বোনাসের পর এবার অবসরকালীন সুবিধা বৃদ্ধি। সিভিক ভলান্টিয়ারদের জন্য নতুন উপহার রাজ্য সরকারের। বাড়ানো হল রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন অর্থপ্রাপ্তির পরিমাণ।বর্তমানে সিভিক ভলান্টিয়াররা ৩ লক্ষ টাকা করে অবসরকালীন সুবিধা পান। সেটা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। বিষয়টি নিয়ে ২৮ অগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনের সমস্ত সিভিক ভলান্টিয়াররা অবসরের সময়ে এই সুবিধা পেতে চলেছেন। সিভিক ভলান্টিয়ারদের পাশপাশি ভিলেজ পুলিশদেরও এই সুবিধা দেবে রাজ্য সরকার।
কয়েকদিন আগেই সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। এ বছর পুজোয় সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়িয়ে ৬০০০ টাকা করা হয়েছে। গত বছর পর্যন্ত কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ারদের বোনাস ছিল ৫,৩০০ টাকা। ৭০০ টাকা বাড়িয়ে সেটা ৬ হাজার টাকা করা হয়েছে।
অবসরকালীন সুবিধা বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তি
বোনাসের পাশাপাশি এবার অবসরকালীন অর্থপ্রাপ্তি বাড়ানো হল এক লপ্তে প্রায় ৪০ শতাংশ। দীর্ঘদিন দিন ধরেই সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন অর্থপ্রাপ্তির পরিমাণ বাড়ানোর ব্যাপারে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন গ্রহণ করল রাজ্য সরকার।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে সিভিক ভলান্টিয়ারদের বেতন ও বোনাস বৃদ্ধির ব্যাপারে বাজেটেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। এর জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার বলেও জানানো হয়েছিল। গত ২০২০ সালের ৮ সেপ্টেম্বর থেকে এই সিভিক ভলান্টিয়ারদের বোনাস দেওয়ার নিয়ম চালু হয়েছিল। সেই বোনাসের পরিমাণ এ বছর থেকে বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়।