• 'ওঁর তো কোনও সন্তান নেই, তাই...' মুখ্যমন্ত্রীর উপর 'বিরক্ত' নির্যাতিতার মা-বাবা
    আজ তক | ৩০ আগস্ট ২০২৪
  • আরজি কর কাণ্ডে (RG Kar  Case) এবার আরও গুরুতর দাবি করলেন তরুণী ডাক্তারের মা-বাবা। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন তাঁরা। বললেন, 'ওঁর তো কোনও সন্তান নেই, তাই আমাদের কষ্টটা বুঝতে পারছেন না।'

    হাসপাতালের সেই রাতের ফোনের অডিও ক্লিপ ভাইরাল

    আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনায় আজ অর্থাত্‍ বৃহস্পতিবার তিনটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। যদিও ওই অডিও ক্লিপগুলির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। এদিন অডিও ক্লিপে শোনা যাচ্ছে, ওই দিন রাতে হাসপাতাল থেকে ফোন করে নির্যাতিতার মা-বাবাকে বলা হচ্ছে, 'আপনার মেয়ে গুরুতর অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসুন।' তারপরেই ফের ফোন করে বলা হচ্ছে, 'আপনাদের মেয়ে সুইসাইড করেছে হয়তো, মারা গেছে...আপনারা তাড়াতাড়ি আসুন।'

    'পুলিশ আমাদের ৩ ঘণ্টা অপেক্ষা করিয়ে রেখেছিল'

    এই অডিও ক্লিপ ভাইরাল হতেই ইন্ডিয়া টুডে-কে দেওয়া প্রতিক্রিয়ায় মা-বাবা বললেন, 'লাল টি-শার্ট পরা একটি ছেলেকে ঘুরতে দেখছিলাম। কিন্তু ওই দৃশ্যটি রেকর্ড করার জন্য আমার কাছে ওই সময় ফোন ছিল না। এমনকী আমাদের মানসিক অবস্থাও এতটাই খারাপ ছিল যে, প্রমাণ রাখার কথা মনেও আসেনি। আমরা বুঝতেও পারছিলাম না, কীভাবে ওরা প্রমাণ লোপাট করছে। পুলিশ আমাদের ৩ ঘণ্টা অপেক্ষা করিয়ে রেখেছিল। পুলিশের উপর আমাদের ভরসা ছিল না, তাই আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। গতকাল মুখ্যমন্ত্রী যা বললেন, আমাদের ভাল লাগেনি। আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, বিচার চাইব না? গোটা বিশ্ব আমার মেয়ের জন্য বিচার চাইছে। আমরা চাই, যতদিন না বিচার হবে, আন্দোলন চলুক। আমার মনে হয়, ওঁর (মুখ্যমন্ত্রী) তো কোনও সন্তান নেই, তাই উনি (মুখ্যমন্ত্রী) আমাদের ব্যথাটা বুঝতে পারছেন না। আমাদের খুব কষ্ট হয়েছে।'

    কলকাতা হাই কোর্টে আরজি কর-কাণ্ডের শুনানিতে নিহতের পরিবারের আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যও জানিয়েছিলেন, প্রথমে পরিবারের কাছে কেউ এক জন ফোন করে বলেন, 'আপনাদের মেয়ে অসুস্থ।' পরে আবার ফোন করে বলা হয়, 'আপনাদের মেয়ে আত্মহত্যা করেছেন।'
     
  • Link to this news (আজ তক)