চম্পক দত্ত: গৃহবধূকে কুপ্রস্তাব? অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে খুঁটিতে বেধে রাখলেন গ্রামবাসীরা। শেষ তুলে দেওয়া হল পুলিসের হাতে। চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম হাসান শেখ। বাড়ি, বীরভূমে। পেশায় তিনি রাজমিস্ত্রি। কাজের সুবাদেই এসেছিলেন দাসপুরে সিংহচক গ্রামে। অভিযোগ, কয়েকদিন ধরেই গ্রামের এক গৃহবধূকে কুপ্রস্তাব দিচ্ছিলেন হাসান। প্রথম বিষয়টি তেমন আমল দেননি ওই গৃহবধূ। এরপর আজ বৃহস্পতিবার ওই যুবক যখন তাঁর সাথে পালিয়ে যাওয়ার কথা বলেন, তখনই প্রতিবেশীদের ঘটনাটি জানান ওই গৃহববধূ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামে অচেনা ব্যক্তিদের আনাগোনা বাড়ছে। রাজমিস্ত্রি কাজ করতে এসে গ্রামেই থেকে যাচ্ছেন তাঁরা। পুলিস ও প্রশাসনের কাছে পরিচয়পত্র খতিয়ে দেখার পরেই গ্রামে থাকার অনুমতি দেওয়ার দাবি করেছেন তাঁরা। সঙ্গে অভিযুক্তের শাস্তিরও।
এর আগে, দুই নাবালিকা সহ গৃহবধূকে ফুঁসলিয়ে ভিন রাজ্য থেকে এরাজ্য়ে নিয়ে আসার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত পেশায় ছিলেন রাজমিস্ত্রি। বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।