• দেখা গিয়েছিল সেমিনার রুমের করিডরে, আর জি কর কাণ্ডে দুই নিরাপত্তারক্ষীর পলিগ্রাফ টেস্ট
    প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৪
  • অর্ণব আইচ: আর জি কর কাণ্ডে আরও দুজনের পলিগ্রাফ টেস্ট। বৃহস্পতিবার হাসপাতালের দুই নিরাপত্তারক্ষীর পলিগ্রাফ টেস্ট করাল সিবিআই। ঘটনার রাতে তাঁদের সেমিনার রুমের করিডরে দেখা গিয়েছিল বলে সূত্রের খবর।

    বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে নিয়ে গিয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চারতলার নিরাপত্তার দায়িত্বে থাকা দুই নিরাপত্তারক্ষীর পলিগ্রাফ টেস্ট করার অনুমতি চায় সিবিআই। দুজনেই এই পরীক্ষায় সম্মতি দেন। তার পর দুজনেরই পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। ওই দুই নিরাপত্তারক্ষীকে এর আগেও দফায় দফায় একাধিকবার জেরা করা হয়েছে। এরপর পলিগ্রাফ টেস্টের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। আজ অনুমতি পেয়েই পলিগ্রাফ টেস্ট করা হয়।

    উল্লেখ্য, আর জি কর কাণ্ডে ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ আরও সাতজনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত। সেই মতো তাঁদের পলিগ্রাফ টেস্টও হয়েছে। পলিগ্রাফ টেস্ট হয়েছে এই কাণ্ডে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত সঞ্জয় রায়েরও। সূত্রের খবর, এদের পলিগ্রাফ টেস্টে একাধিক খাপছাড়া জবাব মিলেছে। এই নিরাপত্তারক্ষীদের বয়ানের সঙ্গে সঞ্জয় ও সন্দীপের বয়ান মিলিয়ে দেখা হতে পারে।

    গত ৮ আগস্ট, নাইট শিফট ছিল আর জি করের তরুণী চিকিৎসকের। পরদিন সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। গত ১৩ আগস্ট কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। তদন্ত শুরু করার পর সঞ্জয় নিজেদের হেফাজতে নেয় সিবিআই। কিন্তু এ পর্যন্ত এই মামলায় আর বড় কোনও ব্রেক থ্রু দেখাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  • Link to this news (প্রতিদিন)