• বৃহন্নলা থিমে চমক দিতে তৈরি বড়শুল ইয়ংম্যান অ্যাসোসিয়েশন
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ষার কালো মেঘ কেটে গিয়েছে। নীল আকাশে সাদা মেঘের আনাগোনা শুরু হয়েছে। কাশফুল মাথা তুলতে শুরু করেছে। সেরা উৎসবে মেতে ওঠার কাউন্টডাউন শুরু। অন্যান্য বছরের মতো এবারও চমক দিতে তৈরি হচ্ছে বড়শুল ইয়ংম্যান অ্যাসোসিয়েশন। বাঁশের পরিকাঠামো তৈরি। ধীরে ধরে মণ্ডপ চূড়ান্ত রূপ পাচ্ছে। এবার এই পুজো কমিটির থিম ‘বৃহন্নলা’। তাঁদের জীবনের নানা কাহিনি ঠাঁই পাবে পুজো মণ্ডপে। উঠে আসবে রামায়ণের কাহিনিও। পুজো কমিটির সম্পাদক অরুণাভ সাহা বলেন, বাঁশ, প্লাই, ফাইবার দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে। সম্পূর্ণ অন্য ধরনের এই মণ্ডপ দর্শকদের নজর কাড়বেই। বেশ কিছুদিন আগে থেকেই মণ্ডপ তৈরি শুরু হয়েছে। শিল্পীরা প্রতিদিনই কাজ করে চলছেন। মণ্ডপের সঙ্গে সামঞ্জাস্য রেখেই থাকবে আলো।

    পুজো উদ্যোক্তারা বলেন, এখানকার পুজো দেখতে জেলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা ভিড় করেন। পঞ্চমীর সন্ধ্যা থেকেই ভিড় উপচে পড়ে। পুজোর দিনগুলিতে ভিড় সামাল দিতে পুলিস আধিকারিকদের হিমশিম খেতে হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। বর্ধমানের অনেক বড় পুজো কমিটিকেও টেক্কা দেয় বড়শুল। কার্যত বিকেল থেকেই লম্বা লাইন পড়ে যায়। গভীর রাত পর্যন্ত মণ্ডপ দর্শন চলে। এবারও উপচে পড়া ভিড় হবে ধরে নিয়েই উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছেন। দর্শনার্থীরা যাতে ভালোভাবে লাইনে দাঁড়িয়ে মণ্ডপ দর্শন করতে পারেন তার বন্দোবস্ত করা হবে বলে পুজো কমিটির লোকজন জানিয়েছেন। তাঁরা বলেন, প্রতি বছরই মণ্ডপে নতুন নতুন থিম তুলে আনা হয়। এবারও নতুন থিম তৈরি করে চমক দেওয়া হচ্ছে। বৃহন্নলাদের কথা রামায়ণেও পাওয়া যায়। সেটাও এখানকার মণ্ডপে তুলে ধরা হবে। এছাড়া তাঁদের জীবনের বিভিন্ন কাহিনি মণ্ডপে চাক্ষুষ করা যাবে। তাঁদের সম্মান জানিয়েই এই থিম বেছে নেওয়া হয়েছে। স্থানীয় শিল্পীরা মণ্ডপ সজ্জার কাজ করে চলছেন। এখানকার মণ্ডপের প্রতিমাও দর্শকদের মন জয় করবে। থিমের প্রতিমা তৈরি হচ্ছে দাঁইহাটের পাটুলিতে। পঞ্চমীর দিন পুজো মণ্ডপ উদ্বোধন হবে। ওই দিন সন্ধ্যা থেকে দর্শনার্থীরা মণ্ডপ দর্শন করতে পারবেন। মণ্ডপ সজ্জার কাজ অবশ্য তার আগে শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। কয়েক দিন টানা বৃষ্টির জন্য কাজ ব্যাহত হয়েছিল। এখন বৃষ্টি বন্ধ হয়েছে। সেই সুযোগে কাজের গতি বাড়িয়েছেন শিল্পীরা। সেজে উঠছে বড়শুল ইয়ংম্যান অ্যাসোসিয়াশনের মণ্ডপ।
  • Link to this news (বর্তমান)