• বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু মহিলার
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: হাসপাতালে ভর্তি থাকা এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা। বেপরোয়া টোটোর ধাক্কায় মর্মান্তিক পরিণতি হল তাঁর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের হাসপাতাল মোড় এলাকায়।

    পুলিস জানিয়েছে, মৃত আলো রায়ের (৬২) বাড়ি কুমারগঞ্জ ব্লকের চকবড়মে। দুর্ঘটনার পর ক্ষোভ ছড়িয়েছে রোগীর পরিজন থেকে শুরু করে হাসপাতাল মোড়ের ব্যবসায়ীদের মধ্যে। অভিযোগ, হাসপাতাল মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। গেটের সামনে ট্রাফিক পুলিস বা সিভিককে দেখা যায় না। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা রাস্তা পার হওয়ার সময় একটি বাস দাঁড়িয়ে ছিল। তার পিছন দিয়ে যেতে গেলে একটি টোটো এসে সজোরে ধাক্কা মারে। বাস ও টোটোর মাঝে পড়ে বৃদ্ধা গুরুতর জখম হয়েছিলেন। মৃতের জামাই আরব সরকার বলেন, টোটোর ধাক্কায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে জানানো হয়। মৃতের আত্মীয় ও স্থানীয়দের দাবি, হাসপাতাল মোড়ে ট্রাফিক পুলিস ছিল না। স্থানীয় ব্যবসায়ী ফালু শীল বলেন, ট্রাফিকের নজরদারি সেভাবে না থাকায় বেপরোয়াভাবে টোটো সহ অন্য যান চলাচল করে হাসপাতাল মোড়ে। এভাবে চললে দুর্ঘটনা ঘটতেই থাকবে। শুধু ব্যারিকেড দিলে সমাধান হবে না। কয়েকদিন আগে একইভাবে দুর্ঘটনায় জখম হয়েছিলেন এক ব্যক্তি। তখনও কড়া হাতে যান নিয়ন্ত্রণের দাবি জানানো হয়েছিল। বালুরঘাট সদর ট্রাফিকের আইসি অরুণ কুমার সিং বলেন, দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনেছি। আমরা তদন্ত শুরু করেছি। ওই এলাকায় নজরদারি বাড়ানো হবে। 
  • Link to this news (বর্তমান)