• রক্ষণাবেক্ষণের অভাব, তুফানগঞ্জে মুখ থুবড়ে পড়ে সৌরবিদ্যুৎ চালিত জলপ্রকল্প
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: সৌরবিদ্যুৎ চালিত পানীয় জলপ্রকল্প রক্ষণাবেক্ষণের অভাবে মুখ থুবড়ে পড়েছে। তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরান ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের কৃষক বাজারের কাছে প্রকল্পটি বছর তিনেক আগে গড়া হয়েছিল। এজন্য  সাড়ে তিন লক্ষ টাকা খরচ করা হয়েছিল। কিন্তু, সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পটি বন্ধ হয়ে আছে। বেশকিছু যন্ত্রাংশ চুরিও হয়ে গিয়েছে। বর্তমানে প্রকল্প স্থল আগাছায় ঢেকে আছে। গ্রামবাসীরা চাইছেন, ফের আগের অবস্থায় ফিরিয়ে আনতে। 

    স্থানীয় বাসিন্দা সুরেশ দাস বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে সৌরবিদ্যুৎ চালিত পানীয় জলের প্রকল্পটি করা হয়েছিল। বসানো হয়েছিল জলের ট্যাঙ্ক। এখনও সেই ট্যাঙ্ক থাকলেও তা কাজে আসছে না। ইতিমধ্যেই কিছু যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছে। আমরা চাই, প্রকল্পটি ফের চালু করার উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন। আরএক বাসিন্দা দীনেশ বর্মন বলেন, প্রকল্পটি চালু থাকলে গ্রামবাসীদের পাশাপাশি কৃষক বাজারে আসা লোকজন উপকৃত হতো। 

    এ ব্যাপারে তুফানগঞ্জ-১ পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মন বলেন, খোঁজ নিয়ে দেখা হবে কী অবস্থায় আছে ওই প্রকল্পটি। যদিও চালু প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়া নিয়ে কটাক্ষ ছুঁড়েছে বিজেপি। দলের কোচবিহার জেলা সহ সভাপতি উজ্জ্বলকান্তি বসাক বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে সরকারি টাকার অপচয় হচ্ছে তা মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের স্বার্থে সেটি আবার চালু করা প্রয়োজন। 

    অন্যদিকে, তৃণমূলের তুফানগঞ্জ-১ (ক) ব্লক সভাপতি সিদ্ধার্থ মণ্ডল বলেন, এলাকার মানুষের স্বার্থে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল। নানা কারণে প্রকল্পটি বন্ধ এখন। পঞ্চায়েত সমিতির নজরে বিষয়টি নিয়ে আসব।
  • Link to this news (বর্তমান)